সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / ঈদগাঁওতে অল্প বৃষ্টিপাতে জলাবদ্ধতা : মুখ থুবড়ে রয়েছে ড্রেনেজ ব্যবস্থা

ঈদগাঁওতে অল্প বৃষ্টিপাতে জলাবদ্ধতা : মুখ থুবড়ে রয়েছে ড্রেনেজ ব্যবস্থা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারের যত্রতত্র স্থানে অল্প বৃষ্টিপাতে জলাবদ্বতার সৃষ্টি হয়ে হাঁটাচলা নিয়ে চরম বিপাকে পড়েছে যানবাহন ও লোকজন। দীর্ঘকাল ধরে ড্রেনেজ বা পানি নিস্কাশন ব্যবস্থা সংস্কার না করায় এহেন অবস্থার সৃষ্টি বলে জানান সচেতন পথচারীরা। যার দরুন সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতায় রুপ নেয় সবর্ত্রই স্থানজুড়ে।

বাজার ঘুরে দেখা যায়, গত ২/১ দিন ধরে থেমে থেমে বৃষ্টি পাতে পানি জমে ঈদগাঁও বাজারের দক্ষিন পার্শ্বস্থ সওদাগর পাড়ার সম্মুখে কদিন ধরে লোকজন যাতাযাতে নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছে। পাশাপাশি ঈদগাঁও-বাঁশঘাটা সড়কের পুরাতন শমশুর চায়ের দোকান থেকে নদীর কাছাকাছি পর্যন্ত বৃষ্টির পানি জমে সাধারন লোকজনসহ ব্যবসায়ীরা নিদারুণ কষ্ট করে চলাফেরা করছে।

দীর্ঘসময় ধরে ঈদগাঁও বাজারের ড্রেনেজ ব্যবস্থাটি মুখ থুবড়ে পড়ে থাকার সুযোগে ড্রেনের পার্শ্ববতী ব্যবসায়ীরা দোকান পরিস্কার করে ময়লা আবর্জনা ড্রেনে ফেলে ভরপুর করে রাখছে। যার কারনে, ভরাট কৃত ড্রেন দিয়ে সুষ্ঠুভাবে বৃষ্টির পানি যাতায়াত করতে না পারায় যত্রতত্র স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঠিক একইভাবে প্রধান সড়কের চলাচলের বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত ঈদগাঁও মাদ্রাসা সড়কটিও বর্তমানে যাতাযাতে বেহাল অবস্থায় রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও-ঈদগড় সড়কে রাতের আঁধারে শতবর্ষি মাদারট্রি কর্তন

কামাল শিশির / এম আবুহেনা সাগর : কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিটের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/