সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে উচ্ছেদ অভিযানে ফুটপাত দখল মুক্ত

ঈদগাঁওতে উচ্ছেদ অভিযানে ফুটপাত দখল মুক্ত

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/02/Ocched-Sagar-2-2-2021.jpg?resize=540%2C271&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে এই অভিযান চালানো হয়।

২ ফেব্রুয়ারি সকাল দশটায় সহকারী কমিশনার ভূমি নু এ মং মার্মা মং এর নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ অভিযান করা হয়।

ঈদগাঁও বাজারের শাপলা চত্বর, হাইস্কুল গেইট, তরকারী বাজার, বাশঘাঁটা সড়ক, চাউল বাজার, ডিসি সড়কসহ বাজারের বিভিন্ন অলিগলিতে সড়কের উপর বসানো ঝুপড়ি দোকানসহ ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। অভিযানের খবরে স্বস্তি প্রকাশ করেন সাধারন মানুষ। আবার বাঁশঘাটা এলাকায় একটি খাসজায়গাও দেখতে যান।

উপস্থিত ছিলেন, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, যুগ্ম সম্পাদক হাসান তারেক, ঈদগাঁও বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক গফুর আলম চৌধুরী, মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটি সভাপতি মফিজুল ইসলাম মফিসহ আরো অনেকে।

উল্লেখ্য, বাজার এলাকায় মাইকিং করে যত্রতত্রে গড়ে উঠা ফুটপাত সরানোর জন্য অবগত করেছিল ঈদগাঁও বাজার পরিচালনা পরিষদ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/