সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে উৎসবমুখর পরিবেশে ১৪৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন

ঈদগাঁওতে উৎসবমুখর পরিবেশে ১৪৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়। উৎসব মুখর পরিবেশে ২২ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

তথ্য মতে, বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নে ১৪৪টি টিকা কেন্দ্রে এ প্লাস ক্যাম্পইন শিশুদের টিকা খাওয়ানো হয়। এক ইউনিয়নে ২৪টি করে কেন্দ্র ছিল। কেউ আসছে মায়ের সাথে, কেউবা ফুফুর সাথে, আবার কেউ আসছে পিতা, কেউবা দাদার আসছে শিশুরা। সবমিলিয়ে গ্রামাঞ্চলে উৎসব মুখর এই ক্যাম্পেইন চলে সকাল থেকে বিকেল পর্যন্ত।

জালালাবাদ ২নং ওয়ার্ডের সুপারভাইজার ডা: আবুল বশর জানান- সুষ্ঠু, সুন্দর এবং ঝাঁকজমক পরিবেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পইন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য যে, এক কেন্দ্রে ২জন সেচ্ছাসেবক, ১জন স্বাস্থ্যকর্মী, ১জন পরিবার পরিকল্পনাকর্মী, এক ওর্য়াড়ে ১জন সুপার ভাইজার দায়িত্ব পালন করে। অন্ধত্বের হার কমানো ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি গ্রহণ করে সরকার।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/