সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে গাইনি ডাক্তারকে এক লক্ষ টাকা জরিমানা : চেম্বার সীলগালা

ঈদগাঁওতে গাইনি ডাক্তারকে এক লক্ষ টাকা জরিমানা : চেম্বার সীলগালা

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে খালেছা বেগম নামে গাইনি ডাক্তারকে এক লক্ষ টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণন আদালত।

১ এপ্রিল দুপুর আনুমানিক একটার দিকে ঈদগাঁও বাজারের শাপলা চত্ত্বর সংলগ্ন স্থানে আলম মেডিকেল হলে জনসচেতনতা বৃদ্ধিসহ নিরাপদ জনস্বাস্থ্য নিশ্চিত এর লক্ষ্যে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালতে নেতৃত্ব দেন- কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্স।

তিনি জানান, খালেছা বেগম নামের ঐ ভুয়া গাইনি ডাক্তার এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও নামের সাথে ডাঃ উপাধি ব্যবহার করছেন। একই সাথে কোন ডাক্তারি সনদপত্র না থাকার পরও দীর্ঘদিন এলাকায় প্রসূতি সেবাসহ অপারেশন পরিচালনা করে অাসছেন।

তিনি আরো জানান, অভিযানে খালেছা বেগম তার ডাক্তারির স্বপক্ষে কোন সনদপত্র না দেখাতে পারেনি এবং জনগণের সাথে প্রতারনা স্বীকার করেন। এই অপরাধে তাকে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল অাইন, ২০১০ এর ২২ ধারা মতে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও তার চেম্বারটি সীলগালা করা হয় এবং দোষী ব্যক্তিকে সাবধান করে অঙ্গিকারনামা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ সর্বাত্মক সহযোগিতা করেন বলে জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/