সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁওতে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের প্রথম দিন অতিবাহিত

ঈদগাঁওতে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের প্রথম দিন অতিবাহিত

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/06/Shomari-Sagar-15-6-22-2.jpg?resize=620%2C350&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে জনশুমারী ও গৃহগণনা কার্যক্রমের প্রথম দিন অতিবাহিত করলো গণনাকারীরা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করছে। ১৫ই জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা গণনাকারীগণ জনশুমারী ও গৃহগণনা করেন।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/06/Shomari-Sagar-15-6-22-1.jpg?resize=620%2C349&ssl=1

জানা যায়, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জন শুমারী কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি ওয়েব ভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) গণনা এলাকার কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়।

কক্সবাজার সদর ও ঈদগাঁওতে জনশুমারী-গৃহ গণনাকাজে নিয়োজিত গণনাকারী রয়েছেন- ১১শত ৯১জন, ২শত ১৩ জন সুপারভাইজার নিয়োজিত ছিল মাঠে। রিমঝিম বৃষ্টিকে উপেক্ষা করে গণনাকারীরা ব্যস্তসময় পার করেন প্রথম দিন।

কজন গণনাকারীরা জানান, নির্ধারিত পয়েন্টেই
বাড়ী বাড়ী গিয়ে ডিভাইসের (ট্যাব) মাধ্যমে ৩৫ প্রশ্নের উত্তর নির্ভুল করে নেন তারা। এতে তথ্য দিতে পেরে বাড়ীর নর-নারীরা আনন্দিত।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

David Filo ( Birth Day ); ২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে; https://coxview.com/david-filo-birth-day/

২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে

ডেভিড রবার্ট ফিলো ইয়াহু’র অন্যতম প্রতিষ্ঠাতা। ফেব্রুয়ারী 1994 সালে, তিনি জেরি ইয়াং এর সাথে সহ-তৈরি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/