সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড-19 (করোনা ভাইরাস) সংক্রান্ত / ঈদগাঁওতে টিকা নিতে নরনারীদের ভীড়

ঈদগাঁওতে টিকা নিতে নরনারীদের ভীড়

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/12/Veccin-Sagar-13-12-21.jpg?resize=540%2C299&ssl=1

ঈদগাঁওতে টিকা নিতে নরনারীদের ভীড়

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে টিকা নিতে নর-নারীদের ভীড়। টিকার প্রতি আস্থা বাড়ছে গ্রামীন জনপদের মানুষদের।

সোমবার (১৩ই ডিসেম্বর) সকালে ঈদগাঁও ইউনিয়নের পূর্ব ভোমরিয়াঘোনা এলাকায় স্বাস্থ্য কেন্দ্রে টিকার ২য় ডোজ কার্যক্রম পরিদর্শনকালে নর-নারীদের এমন ভীড় চোখে পড়েছে।

দেখা যায়, গ্রামাঞ্চলের তরুন-তরুনী, যুবক যুবতী ও বয়োবৃদ্বরা আগ্রহের সাথে দ্বিতীয় বারের মত টিকা নিতে আসছেন। কেন্দ্রের সামনে সারিবদ্ধভাবে সুন্দর পরিবেশে টিকা নিচ্ছেন গ্রামের সাধারন লোকজন।

টিকাদানে নিয়োজিত কর্মীরা পাড়া মহল্লা থেকে আসা মানুষদেরকে রেজিস্ট্রেশন কার্ডে পোষ্টিং দিয়ে দ্বিতীয় ডোজের টিকা দিয়ে দিচ্ছে। এমনকি টিকা কেন্দ্রে উৎসাহ মুখর পরিবেশে টিকা নিচ্ছেন মানুষরা।

ঈদগাঁও ইউনিয়নের স্বাস্থ্য সহকারী নুরুল হুদা জানালেন, পূর্ব ভোমরিয়াঘোনা কেন্দ্রে ৫ শতাধিক নারী পুরুষের মাঝে টিকার ২য় ডোজ প্রদান করা হয়েছে।

সচেতন মহল জানান, গ্রামগঞ্চের সাধারণ মানুষের আস্থা বাড়ছে টিকার প্রতি। সুন্দর পরিবেশে টিকা নিচ্ছেন তারা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/