Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে তিনদিন ব্যাপী ফায়ার এন্ড রেসকিউ ভোলান্টিয়ার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাঁওতে তিনদিন ব্যাপী ফায়ার এন্ড রেসকিউ ভোলান্টিয়ার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

অগ্নি নিবার্পণ, উদ্ধার, ভূমিকম্প,ভূমিধস,প্রাথমিক চিকিংসা,সচেতনতা এবং স্বেচ্ছাসেবক তৈরীকরন বিষয়ক প্রশিক্ষন কর্মসূচীর তিনদিনের মধ্য প্রথম উদ্বোধনী অনুষ্টান ১৮ নভেম্বর সকাল এগারটায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনাতনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে ঝাকঁজমকপূর্ণ পরিবেশে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে এবং কক্সবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন ইর্নচাজ শাফায়েত হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুন্ড।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজারের উপসহকারী পরিচালক এমডি আবদুল মালেক, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু।

 

উপস্থিত ছিলেন- ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, ব্যবসায়ী জসিম উল্লাহ মিয়াজী, মুফিজুর রহমান, চট্টগ্রাম কালুর ঘাটের সিনিয়র ষ্টেশন অফিসার অতীশ চাকমা, সাংবাদিক কাফি আনোয়ার, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরাফাতসহ বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৪০জন সচেতন মানুষজন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পরিমল চন্দ্র কুন্ড আর ঢাকায় রানা প্লাজায় উদ্ধারকর্মী অতীশ চাকমা হাতে কলমে প্রশিক্ষণার্থীদেরকে প্রথম দিনের প্রশিক্ষণ প্রদান করেন। ঈদগাঁওতে এই প্রথম বারের মত এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচী হচ্ছে।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

হামিদুল হক; ঈদগড় :কক্সবাজার জেলার ঈদগড় সড়কে সিএনজি -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/