সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে দুই বসতবাড়ী পুড়ে ছাই : ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি : অগ্নিদগ্ধে নিহত ২

ঈদগাঁওতে দুই বসতবাড়ী পুড়ে ছাই : ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি : অগ্নিদগ্ধে নিহত ২

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দুই বসতবাড়ী পুড়ে যাওয়ার পর অগ্নিদগ্ধে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করেছে স্থানীয়রা। এ ঘটনায় পরিবার পরিজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

প্রাপ্ত তথ্য মতে, ২৮ ফ্রেরুয়ারী গভীর রাত আনুমানিক রাত তিনটার দিকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়াঘোনা প্রবাসী ছৈয়দ আলম ও রসিদের বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাতটি মশার কয়েল থেকে উৎপক্তি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। এলাকার লোকজন রাত্রে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে মামাত বোনের শশুর বাড়ীতে বেড়াতে যাওয়া ইসলামপুরের বামনকাটার মৃত হাজী মোকতার আহমদের পূত্র নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ (১৫) ও গোমাতলীর শাহেরিয়া (৭) বছরের দুজন যুবক মশার কয়েল থেকে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়। ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধে নিহত হওয়া লাশ দুটি তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। ক্ষতিগ্রস্ত দু’পরিবারের মাঝে সদর ইউএনও নগদ অর্থ প্রদান করেন।

একইদিন সকাল ৯টার দিকে অগ্নিকান্ড সংগঠিত হওয়া বাড়ীঘর পরিদর্শনে যান- কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা নোমান হোসেন প্রিন্স, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী ছৈয়দ আলম, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া, মেম্বার প্রদোষ পাল মুন্না, সাবেক মেম্বার এহেচানুল হক, ইসলামপুর ৭নং ওয়ার্ড মেম্বার ইদ্রিস রানা, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মফি, স্থানীয় আওয়ামীলীগ নেতা ফিরোজ আহমদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদসহ আরো অনেকে। তবে তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন এ প্রতিনিধিকে।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/