সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সফিউল আলম বলেন –

ঈদগাঁওতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সফিউল আলম বলেন –

ছেলে-মেয়েদেরকে নিয়মিত স্কুলে পাঠানো অভিভাবকদের প্রধান দায়িত্ব

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম বলেছেন- ছেলে-মেয়েদেরকে নিয়মিত স্কুলে পাঠানো অভিভাবকদের প্রধান দায়িত্ব।

১০ এপ্রিল বিকেলে স্কুল মাঠে ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ইকরাম উল্লাহ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসাইন, ডাক্তার রুপস পাল, তৃনা সাহা, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক আহমদ।

উপস্থিত ছিলেন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি জানে আলম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তারেকুল হাসান তারেকসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন, স্কুল শিক্ষক মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/