সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁও’র ঘরে ঘরে নবান্ন উৎসবের প্রস্তুতি : খুশিতে উৎফুল্ল

ঈদগাঁও’র ঘরে ঘরে নবান্ন উৎসবের প্রস্তুতি : খুশিতে উৎফুল্ল

Sagor 23-11-2015 (news & 1pic) f1এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওয়ের চতুরদিকে শত শত একর জমিতে সোনালী ধান ছেয়ে গেছে। যার ফলে, বিশাল এলাকার ঘরে ঘরে নবান্নের মহাউৎসবের অপেক্ষায় প্রহর গুণছে। প্রত্যান্ত গ্রামাঞ্চলের কৃষকেরা শত দুঃখ-কষ্টকে সঙ্গী করে অনেক উদ্দীপনা নিয়ে মৌসুমে আমনের চাষ করেছে। সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়ন জালালাবাদ, ইসলামাবাদ, পোকখালী, চৌফলদন্ডী, ইসলামপুর ও ঈদগাঁও এলাকার চাষিরা অকান্ত পরিশ্রমের মাধ্যমে আমন মৌসুমের সোনালী ধান কেউ কেউ ইতোমধ্যে ঘরে তুলে নিচ্ছে, আবার অনেকে ধান তোলার অপেক্ষায় রয়েছে। এ নিয়ে অনেকেই মহাখুশিতে উৎফুল­।
আবার সাধারণ চাষীদের মতে, অসহায় কৃষকের অধিক তদারকির কারনে গ্রামাঞ্চলের ফসলের মাঠ জুড়ে সুন্দর রুপে দেখার মত সমান তালে সোনালী আমনের উৎপাদন হয়েছে। যার ফলে, বৃহত্তর ঈদগাঁওয়ের প্রতিটি পরিবারে শুরু হতে চলছে নতুন ধানের চাউল পিষিয়ে শীত কালীন ভাপা পিঠার ধুম। কৃষকের কষ্টার্জিত সোনালী ফসল ভাল পথে হওয়ায় বহু জনের মুখে হাসির ঝিলিক ফুটে উঠছে। বিগত বছরের ন্যায় এবছরও উৎসাহমুখর পরিবেশে ট্রাক্টর নিয়ে গ্রামাঞ্চলের বাড়ীর উঠানে এসব ধান ঘরে নিয়ে বউ-ঝিঁ কিংবা পাড়ালী মেয়েদের কর্ম ব্যস্ততা চোখে পড়ার মত আর বেশিদিন নাই।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/