সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁওর ৫টি ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষিত : প্রার্থীরা নড়েচড়ে

ঈদগাঁওর ৫টি ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষিত : প্রার্থীরা নড়েচড়ে

https://coxview.com/wp-content/uploads/2024/03/Election-U-P-electon.jpg

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারে নবম নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। এতে করেই দীর্ঘকাল অপেক্ষায় থাকা প্রার্থীরা ফের নতুন করে নড়েচড়ে।


নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা এর নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল স্বাক্ষরিত এক অফিস আদেশে জানা গেছে, আগামী ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।


১০ মার্চ রবিবার স্বাক্ষরিত পত্রটিতে বলা হয়, আগামী ২৮ এপ্রিল দেশের দশটি জেলার দশটি উপজেলার ২২টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঈদগাঁও উপজেলার পাঁচটি হচ্ছে ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও, পোকখালী। এ লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সচিবালয় ১০ মার্চ তফসিল ঘোষণা করেছে।


ঘোষিত তফসিল হচ্ছেঃ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ মার্চ বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১ এপ্রিল সোমবার। আপিল দায়ের ২ থেকে ৪ এপ্রিল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার। আপিল নিস্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল শুক্রবার থেকে রবিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল সোমবার। প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল মঙ্গলবার। ভোট গ্রহণের তারিখ ২৮ এপ্রিল রবিবার।


উপজেলা পরিষদ নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে ইউপি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ইতিমধ্যে নড়েচড়ে বসতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের নাম বারবার উচ্চারিত হচ্ছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/