সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও থেকে ৫ দিন পর দেড় লাখ টাকা মুক্তিপন দিয়ে মুক্ত হলো বৃদ্ধ

ঈদগাঁও থেকে ৫ দিন পর দেড় লাখ টাকা মুক্তিপন দিয়ে মুক্ত হলো বৃদ্ধ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

সদরের বৃহত্তর ঈদগাঁওর ইসলামাবাদ পুর্ব গজালিয়া এলাকা থেকে বসতবাড়ি ডাকাতি পরবর্তী গৃহস্থকে ধরে নিয়ে যাওয়ার পাঁছদিন পর দেড় লক্ষাধিক টাকা মুক্তিপণ দিয়ে অবশেষে স্বজনদের মাঝে ফিরে এসেছে আবদু শুক্কুরের পুত্র বৃদ্ধ ছৈয়দ আলম (৬৫)।

বিষয়টি নিশ্চিত করে বৃদ্ধের পুত্র শাহ আলম জানান গত শনিবার রাতে অপহরণের পর থেকে অপহরনকারী দল তাদের কাছ থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল। দীর্ঘ দফারফার পর গত ৭ মার্চ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে দেড় লক্ষাধিক টাকা মুক্তিপণ দিলে তার বাবা ছৈয়দ আলমকে ঈদগাঁও ঈদগড় সড়কের হিমছড়ির ঢালার একটু পুর্বে ছেড়ে দেয়। পরে তার স্বজনরা উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে ভর্তি করে। তার শরীরের রশি,মারধরের চিহ্ন দেখা গেছে।

এদিকে বৃদ্ধ আবদু শুক্কুর স্বজনদের মাঝে ফিরে এসেছে বলে শুনেছেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও স্থানীয় মেম্বার।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/