Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও যুব ঐক্য পরিবারের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ 

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ 

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

গাছ লাগান, পরিবেশ বাঁচান। একটি হলেও বৃক্ষ রোপন করব জনে জনে, সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে এ স্লোগানকে সামনে রেখে সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।  


১জুলাই সকাল এগারটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কলেজের পার্শ্ববর্তী স্থানে নার্সারিতে বিতরণ কার্যক্রম চলে। প্রথম পর্যায়ে ঈদগাঁও ও ইসলামাবাদ ইউনিয়নের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। 


বিতরনকালে উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফাহিম, সাধারণ সদস্য মোহাম্মদ ইব্রাহিম। ইসলামাবাদের নুরুল হক দাখিল মাদ্রাসার পক্ষে চারা গ্রহণ করলেন -শিক্ষক রিয়াজ উদ্দিন ও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে দপ্তরী শেখ আহমদ।


এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে চলতি বর্ষা মৌসুমে ঔষধি ও ফলজ গাছের চারা পেয়ে খুশি সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন চারা গ্রহণকারীরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৫০০ কোটি আয় ছাড়াল প্রভাসের ‘কল্কি’; #https://coxview.com/entertainment-kalki/

৫০০ কোটি আয় ছাড়াল প্রভাসের ‘কল্কি’

  অনলাইন ডেস্ক : মুক্তির মাত্র চার দিনেই বক্সঅফিস সিনেমাটি ঝড় তুলেছে। প্রভাস ও দীপিকা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/