Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও:

কক্সবাজারের নতুন উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১২নভেম্বর বিকেলে ঈদগাহ হাইস্কুল মাঠ প্রাঙ্গনে
আলোকিত শিক্ষক রফিক স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান স্কুল পরিচালনা কমিটির সভাপতি শাহীন জাহান চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রেখেছেন- কক্সবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুর রহমান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন- সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার হানিফ মিয়া, বেলাল হোসেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাত, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল হক, ঈদগাহ ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, মাষ্টার নুরুল আজিম, মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এসএম তারেক, ব্যবসায়ী-সমাজ সেবক মনজুরুল হক চৌধুরী ও শিক্ষক মামুনর রশিদ।

অনুষ্ঠান পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। স্কুলের শিক্ষক শফিউল আলমের পরিচালনায় বিদায় সংবর্ধিত প্রধান শিক্ষককে উত্তরীয় প্রদান করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক মোজাম্মেল হক। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, সাধারন সম্পাদক শেফাইল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক এম আবু হেনা সাগরসহ প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্কাউট দল, প্রাক্তন শিক্ষার্থীসহ বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। বিদায়কালে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আবেগময় পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, রফিকুল ইসলাম শিক্ষার মানোন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জেলার শ্রেষ্ঠ শিক্ষকও নির্বাচিত হন বহুবার। উপজেলার ইসলামাবাদ গজালিয়ার প্রয়াত শিক্ষক আব্দুল মোতালেবের ছেলে। ঈদগড় ইউনিয়নের হাছনাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ১৯৮৭ সালের ১৮ এপ্রিল  প্রথম যোগদান করেন। চলতি বছরের ১০ নভেম্বর অবসরে যান। দীর্ঘ ৩৫ বছর ৬ মাস ২২ দিন তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন সফল ভাবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামা উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ পালিত

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :“নব আশায়, নব প্রভাতে নববর্ষের প্রতিটি দিন সবার জীবনে নতুন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/