সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ভ্রমণ ও পর্যটন / ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে পর্যটন বিকাশে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে পর্যটন বিকাশে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে “পর্যটন বিকাশে শিক্ষার্থী দের ভূমিকা” শীর্ষক এক শিক্ষা সেমিনার সম্পন্ন হয়েছে।

৯ই মার্চ সকালে বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে শিক্ষা সেমিনারে সভাপতিত্ব করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাত।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেছেন, শিক্ষার্থীরা ইচ্ছে করলে কক্সবাজারে পর্যটন বিকাশের অপার সম্ভাবনাকে একটি আন্দোলনে রূপ দিতে পারে। এতে তারা হয়ে উঠবে কক্সবাজার সমুদ্র সৈকতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

সরকারের অতিরিক্ত এ সচিব বলেন, দক্ষিণ এশিয়ায় বহুমাত্রিক পর্যটনের শিল্পের সম্ভাবনা রয়েছে শুধু কক্সবাজারে। বিষয়টি চিন্তা করে সরকার ২০১০ সালে পর্যটন নীতিমালা প্রণয়ন করেছে। বহুমাত্রিক পর্যটনে থাকবে সাংস্কৃতিক, ইকো, স্পোর্টস ও ট্যুরিজম ভিলেজ।

আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ।

প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন
কবি, কথা সাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ।
প্রধান আলোচক ছিলেন, ফিট্স ফাউন্ডেশনের চেয়ারম্যান, কবি, লেখক ও সম্পাদক ড.গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য দেন, সহকারী শিক্ষক মোজাম্মেল হক।

উপস্থিত ছিলেন মাস্টার নুরুল আজিম, সুজন জেলা শাখা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কবি মানিক বৈরাগী, ঈদগাঁও প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যন্য শিক্ষক ও কর্মচারী এবং কলেজ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

David Filo ( Birth Day ); ২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে; https://coxview.com/david-filo-birth-day/

২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে

ডেভিড রবার্ট ফিলো ইয়াহু’র অন্যতম প্রতিষ্ঠাতা। ফেব্রুয়ারী 1994 সালে, তিনি জেরি ইয়াং এর সাথে সহ-তৈরি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/