সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে অপহৃত ছাত্র আব্দুল্লাহ মুক্তিপণে মুক্ত

ঈদগড়ে অপহৃত ছাত্র আব্দুল্লাহ মুক্তিপণে মুক্ত

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/03/Kidnapping-Abdullah-Hamidul-9-3-21.jpg?resize=540%2C366&ssl=1

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় সড়কের পানের ছড়া ঢালায় অপহৃত ছাত্র আব্দুল্লাহ মুক্তিপণে মুক্ত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ১১ টায় ঈদগাঁও মেহেরঘোনা এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

তার চাচা মৌলনা নুর মোহাম্মদ জানান, ঈদগাঁও মেহেরঘোনা গ্রামের পুর্ব পাশ্বে জঙ্গলের ভিতর অপহরণকারীদের কথামত এক জায়গায় নগদ ৩০ হাজার টাকা রেখে দেওয়ার ১ ঘন্টা ৪৫ মিনিট পর অপহৃত মোঃ আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হয়। অপহৃত মোঃ আব্দুল্লাহকে শারীরিক নির্যাতনের কারনে সে খুবই অসুস্থ। বর্তমানে ঈদগাঁও একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তার ছোট ভাই মোঃ ওমর ফারুখ জানান, অপহরণকারীরা প্রথমে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করলেও পরে ৩০ হাজার টাকা মুক্তিপণে ছেড়ে দিয়েছে আমার ভাইকে।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৭ টায় অটো-রিক্সা যোগে আব্দুল্লাহ ও তার ছোট ভাই মোঃ ওমর ফারুক অটোরিক্সা যোগে পানের ছড়া ঢালা এলাকায় গেলে উৎপেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা গাড়ীটি থামিয়ে আব্দুল্লাহকে অপহরণ করে গহীণ বনে নিয়ে গিয়েছিল। প্রায় ১৬ ঘন্টা অপহরণকারীদের কবল থেকে অবশেষে মুক্তিপণ দিয়ে মুক্ত হয় ছাত্র আব্দুল্লাহ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/