সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদের আমেজে মুখরিত ঈদগাঁওর প্রত্যান্ত জনপদ

ঈদের আমেজে মুখরিত ঈদগাঁওর প্রত্যান্ত জনপদ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

ঈদুল আযহা তথা কোরবানীর ঈদের আমেজে মুখরিত হয়ে উঠেছে ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চল। এই নিয়ে বিশাল এলাকার সর্ব শ্রেনী পেশার লোকজনের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছাস আর আনন্দঘন উল্লাস চোখে পড়ে। এমনকি বৃষ্টিপাতকে তোয়াক্কা না করে কোরবানীর রান্না করা বা কাঁচা মাংস নিয়ে আত্মীয় স্বজনদের বাড়ীতে বেড়াতে যাওয়ার ধুম পড়েছে। পবিত্র ঈদের দিন দুপুরের পর থেকে এ ধারা অব্যাহত রয়েছে।

এদিকে জেলা সদরের বৃহত্তম এলাকা ঈদগাঁওর সাত ইউনিয়নের মানুষজন বর্তমানে ঈদের উম্মাদনায় মুখরিত বললেই চলে। পাড়া মহল্লার অলিগলি জুড়েই ছোট ছোট শিশু কিশোরেরা দলবেধে পথে প্রান্তরে ঘুরে বেড়ানোর দৃশ্য যেন ফেলে আসা অতীত জীবনের ইতিকথাকে মনে করিয়ে দেয়।

পোকখালীর এক বয়োবৃদ্ধার সাথে কথা হলে তিনি – মাংস নিয়ে ঈদে মেয়ের শশুর বাড়ীতে যাচ্ছেন এবং নাতী নাতনীর সাথে ঈদ কাটাবেন বলে জানান। আবার জেলার বিভিন্ন এলাকায় যুবকরা একত্রিত হয়ে সাউন্ডের তালে তালে খোলা চাঁন্দের গাড়ী যোগে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রনগরী কক্সবাজার, ইনানী, সাফারীপার্ক সহ হরেক রকম বিনোদনমূলক জায়গায় ঘুরে ফিরে ঈদের এ অনাবিল আনন্দকে আরো একধাপ বাড়িয়ে দেয়। এ বিষয়ে আইরিন নামের এক ছোট্ট শিশুর সাথে কথা হলে সে এবারের ঈদে নানান বাড়ীতে বেড়ানো শেষে দাদার বাড়ীতে যাচ্ছেন বলে জানান।

এদিকে ৩ সেম্পেম্বর ঈদের পরদিন সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসষ্টেশন পয়েন্ট এলাকায় চর্তুরমুখী যানজটের কবলে পড়তে দেখা যায়।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশদল যানজট দূর করতে চোখে পড়ে। সবমিলিয়ে এবারের ঈদুল আযহার দিনে বৃহত্তর ঈদগাঁওর পাড়া গায়েঁ শিশু কিশোর সহ আবাল বৃদ্ধা বনিতারা ঈদ আনন্দ কাটাচ্ছে ভিন্ন স্বাদে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/