সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুষ্কৃতিকারীদের গুলিতে আরো এক রোহিঙ্গা নেতা (হেড মাঝি) নিহত হয়েছেন।

নিহত রোহিঙ্গা নেতা হলেন সৈয়দ হোসেন ওরফে কালা বদা (৩৭)। তিনি উখিয়া উপজেলার কুতুপালং ২- ইস্টে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

বুধবার সকালে উখিয়া কুতুপালং ক্যাম্প-২ ইস্টে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন উর রশিদ।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে নিহতের বাড়িতে একদল মুখোশধারী হামলা চালায়। এসময় সৈয়দ হোসনকে বাড়িতে পেয়ে তাকে গুলি করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা। এসময় বসতবাড়িতেও তাণ্ডব চালায় তারা। গুলিবিদ্ধ সৈয়দ হোসেনকে ক্যাম্পের এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উখিয়ার বালুখালী কতুপালং ক্যাম্প-২ ইস্টের বাসিন্দা আলী হোসাইন জানান, হেড মাঝি ক্যাম্পে ‘আরসা’ বিরোধী অবস্থানে সোচ্চার ছিলেন। সে কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়ভীতির মধ্য রয়েছেন।

ওসি মোহাম্মদ আলী জানান, বুধবার সকালে মুখোশধারী দুর্বৃত্তরা রোহিঙ্গা নেতাকে গুলি করেছে বলে জানতে পারি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে। আপাতত এখনো কিছু বলা যাচ্ছে না।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) ৯ নম্বর ক্যাম্পের মাঝি নুর হাবি ওরফে ওয়াক্কাস রফিককেও গুলি করে মেরেছে তারা। এর ২৪ ঘণ্টার মাথায় সৈয়দ হোসেন হত্যা করেছে তারা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/