সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / একসঙ্গে দুই গ্রামে হামলায় নাইজারে ৭০ জন নিহত

একসঙ্গে দুই গ্রামে হামলায় নাইজারে ৭০ জন নিহত

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/01/Attack-Naijira.jpg?resize=620%2C348&ssl=1

নাইজারের মালি সীমান্তবর্তী অঞ্চলের কাছে একসঙ্গে দুই গ্রামে হামলায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এটি জঙ্গি হামলা বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার নিরাপত্তা বাহিনী সূত্র এ তথ্য জানিয়েছে।

পশ্চিম আফ্রিকান দেশটির টেকোম্বাংউ গ্রামে ৪৯ জন নিহত হয়েছেন। একই সঙ্গে হামলাটিতে আহত হয়েছেন আরও ১৭ গ্রামবাসী। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একটি নিরাপত্তা বাহিনী সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

আরেকটি সূত্র, নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রবীণ কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধে জানিয়েছেন, দেশটির জারোমদারেয়ে গ্রামে অন্তত ৩০ জনকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় নাইজারের সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

রয়টার্সের খবর, পশ্চিম আফ্রিকার এ দেশটি আগে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত জঙ্গিদের আক্রমণ সহ্য করেছে। গত বছরও দেশটির পশ্চিমাঞ্চলে মালি, বুরকিনা ফাসো এবং দক্ষিণ-পূর্ব নাইজেরিয়া সীমান্তের কাছে হামলায় কয়েকশ’ লোক নিহত হয়েছেন।

 

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/