সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / এসএসসিতে কমেছে জিপিএ-৫

এসএসসিতে কমেছে জিপিএ-৫

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৬ মে) প্রকাশিত ফলে দেখা যায় এবার পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এ বছর পাসের হার বাড়লেও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গত বছর এর সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ৬২৯।

এবার আট শিক্ষা বোর্ডে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী পাস করেছে।

সোমবার (৬ মে) সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলের সার সংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় আট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রতিবারই ফল ঘোষণার দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সার সংক্ষেপ তুলে দেন বোর্ডের চেয়ারম্যানরা। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় শিক্ষামন্ত্রীর হাতে ফল তুলে দেয়া হয়। এরপর লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2018/10/High-Court.jpg

পুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়: হাইকোর্ট

ফাইল ফটো অনলাইন ডেস্ক : রমজান মাসে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত দুই মাসের জন্য ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/