সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারের জনসভায় নৌকা মার্কায় ভোট চাইলেন শেখ হাসিনা

কক্সবাজারের জনসভায় নৌকা মার্কায় ভোট চাইলেন শেখ হাসিনা

দীপক শর্মা দীপু. কক্সভিউ :

কক্সবাজারের জনসভায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ ৬ মে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণকালে বলেন- ‘বৃটিশ গেছে, পাকিস্তান আমল গেছে, বাংলাদেশের অনেক সরকার গেছে, কিন্তু কক্সবাজারের উন্নয়ন কি হয়েছে। কক্সবাজারের উন্নয়নের পরিবর্তনের ছোঁয়া লাগিয়েছে আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয় কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন নগরে পরিণত করা হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক জোন হচ্ছে কক্সবাজার। আমি কক্সবাজারবাসীর জন্য উন্নয়নের উপহার নিয়ে এসেছি আর কক্সবাজারবাসী আমাকে উপহার দেবেন নৌকা মার্কায় ভোট। কারন নৌকা শুধুমাত্র কক্সবাজারের উন্নয়ন নয়, নৌকা জনগণের মার্কা, নৌকা বাংলা ভাষার মার্কা, নৌকা স্বাধীনতার মার্কা, নৌকা উন্নয়নের মার্কা।’

বঙ্গোপসাগর তটের এই সমাবেশে দীর্ঘ ৫৫ মিনিট বক্তব্যে আরো বলেন- ‘সন্ত্রাস, জঙ্গিবাদ আর মাদকের আস্তানা বাংলাদেশে হবেনা।  ইয়াবার জন্য কক্সবাজারের বদনাম রয়েছে। কক্সবাজার থেকে সারাদেশে ইয়াবা পাচার হচ্ছে। ইয়াবা ব্যবসায় যারা জড়িত তাদের ছাড় দেয়া হবেনা। সে যেই হোক বা যারা ইয়াবায় জড়িত থাকুক তাদের ছাড় দেয়া হবেনা। কারণ ইয়াবার জন্য পরিবার, সমাজে কলহ আর যুব সমাজ ধ্বংশ হচ্ছে। তিনি বলেন- ‘বিএনপি লুটপাট, দুর্নীতি আর মানুষ মারার রাজনীতি করে আর আওয়ামী লীগ জনগণের বিপদে দাঁড়ায় আর উন্নয়নের রাজনীতি করে। বেগম খালেদা ভারতে বেড়াতে যান। আর বেড়াতে গিয়ে বাংলাদেশে দাবির কথা ভুলে যান। সে সময় তিনি দিল্লীর লাড্ডু খেয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিলেন। তিনি বিরোধী দলে থাকলে ভারত বিরোধী হয়ে যান আর সরকারে থাকলে ভারতীয় হয়ে যান। আর আমরা বন্ধুত্বও রাখি আর ন্যায্য দাবি আদায় করে নিই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘৯১ সালের সেই প্রলয়ংকারি ঘূর্ণিঝড়ে কুতুবদিয়াসহ উপকূলীয়  দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন- ‘আমরা সেই সময় উত্তাল সাগর পাড়ি দিয়ে জীবন ঝুঁকি নিয়ে লাশের পাশে গিয়ে নি:স্ব মানুষকে ত্রাণ দিয়েছি। সেই সময় বিএনপির সরকারের ক্যাডাররা আমাদের বাঁধা দেয়। আমাদের মানুষকে সেবা দিতে চাই আর বিএনপি সেবা না দিয়ে উল্টো বাঁধা দেয়। সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে বললেন- “ঘূর্ণিঝড়ে যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরেনি।” তখন আমি  প্রশ্ন করি – কত মানুষ মরার কথা ছিল, কত মানুষ মরলে আপনি খুশি হতেন।” এই থেকে বুঝা যায় মানুষ মরলে খালেদা খুশি হন। তাই পেট্রোল বোমায় মেরেছেন দেশের হাজারো মানুষ আর আহত করেছেন তিন সহস্রাধিক, যানবাহন পুড়িয়েছেন তিন সহস্রাধিক ৫৮২ টি শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়েছেন, মসজিদে, পবিত্র কোরান শরিফে আগুন দিয়েছেন। আর আমরা মানুষের চিকিৎসা করেছি, বিপদে পাশে দাড়িয়েছি, মসজিদ মাদ্রাসা নির্মান করেছি।  ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং উন্নত রাষ্ট্র করার কাজস করছে আওয়ামী লীগ সরকার।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা, আবদুর সোবহান রব, সাইফুজ্জামান এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আবদুর রহমান বদি এমপি, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী।

প্রধানমন্ত্রী ভাষণের পূর্বে ১৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর করেন। বেলা ৩ টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে কক্সবাজার সরকারী কলেজের একাডেমিক ভবন ও একাডেমিক ভবন কাম এক্সামিনেশন হলের উদ্বোধন, কক্সবাজার সরকারী কলেজে ও সরকারী মহিলা কলেজের ১০০ শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাসের উদ্বোধন, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের একাডেমিক ভবনের দ্বিতলের উদ্বোধন এবং মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপ লাইন সহ ৬টি প্রকল্পের উদ্বোধন করেন।

এছাড়া প্রধানমন্ত্রী কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় বাকখাঁলী নদীর উপর খুরুশকুল ঘাটে একটি বক্সগার্ডার ব্রীজ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অফিস ভবন, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল,কক্সবাজার আইটি পার্ক, এলএনজি (লিকুফাইড ন্যাচরাল গ্যাস) টার্মিনাল, একটি এসপিএম (ইনস্টলেশন অব সিংগেল পয়েন্ট মুরিং) প্রকল্প,নাফ ট্যুরিজম পার্ক এবং কুতুবদিয়া কলেজের একাডেমিক ভবন সহ ৮টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/