সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / কক্সবাজারে দুর্গোৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

কক্সবাজারে দুর্গোৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখা আয়োজিত জেলা পূজা মন্ডপের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার জেলার শারদীয় দুর্গাপূজার শুভ উদ্বোধন উপলক্ষে শহরের গোলদীঘি পাড়স্থ ইন্দ্রসেন দুর্গাবাড়ীর মন্ডপ হতে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের সতর্ক থাকার আহবান জানান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখা আয়োজিত জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের আলহাজ্ব সাংসদ আবদুর রহমান বদি, কক্সবাজার-রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোছাইন, পুলিশ সুপার ড. এ.কে.এম ইকবাল হোসেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট রনজিত দাশ।

উল্লেখ্য যে, এবছর কক্সবাজার জেলায় মোট ২৯৭টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/