সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজারে রেল লাইন দৃশ্যমান

কক্সবাজারে রেল লাইন দৃশ্যমান

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/04/Rail-line-Sagar-18-4-21.jpg?resize=540%2C347&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ছবির দৃশ্যটিই জানান দিচ্ছে পর্যটন শহর কক্সবাজারে স্বপ্নের রেল লাইন দৃশ্যমান। দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে রেল লাইন নির্মাণের কর্মযজ্ঞ। প্রচন্ড গরমের মাঝেও তাদের কাজ থেমে নেই। চলছেই অবিরত। ভিন্নদেশীসহ স্থানীয় শ্রমিকরা অতিকষ্টের বিনিময়ে রেল লাইনের কাজ সম্পন্ন করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।

ট্রেন আর ঢাকা, চট্টগ্রামে নয়, অচিরেই আসছে এ কক্সবাজারে। বর্তমানে রেলের বিট এসে পৌছেছেই রামুর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পশ্চিমেই রেল লাইন স্পর্টে। দেখতে বেশ মানানসই। কি সুন্দর দৃশ্য বটে। ট্রেন আসবে এই শহরে। এমনি প্রশ্নে ঘোরপাক খাচ্ছে সচেতন মহলের মাঝে।
একদিকে চার লাইনের মহাসড়ক, অন্যদিকে সড়কের পাশাপাশি স্থানে রেল লাইন। কি রকম চমৎকার। দূর্বার গতিতেই এগিয়ে যাচ্ছেন মহাজোট সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ। এসবের সুফলই ভোগ করবে জনগন। তাতে সন্দেহ নেই।

চলতি মৌসুমে রেল লাইন স্পর্ট এখন ভ্রমন পিপাসুদের দর্শনীয় স্থানে পরিণত হয়ে পড়েছে। ভোর সকালে অনেকে হাঁটাহাঁটি করে এ সড়কে। কেউবা বিকেলে বন্ধু-বান্ধবদের নিয়ে কোন আড্ডায় মশগুল হয় বা উৎসাহ উদ্দীপনা মুখর হয়ে উঠে। এমনকি অনেকে নতুন রেল বিটের স্থানে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডাও দিয়ে থাকেন। সেই সাথে কতইনা সেলফি। এছাড়া রেল বিটকে ঘিরে তরুণরা মেতে উঠেছে স্বগৌরবে। মনের আনন্দে নেচে গেয়ে অনেকেই বৈকালিক সময়ে দিনপার করতেও চোখে পড়ে। একঝাঁক তরুণদের উচ্ছাস যেন অটুট থাকুক এ হৃদয়ে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/