সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজারে সিসিডিবি কর্তৃক “উন্নত আর্থ সামাজিক” বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন

কক্সবাজারে সিসিডিবি কর্তৃক “উন্নত আর্থ সামাজিক” বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/06/Training-Sagar-27-6-22.jpeg?resize=540%2C379&ssl=1এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারে সিসিডিবি কর্তৃক “উন্নত আর্থ সামাজিক” বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

২৫ থেকে ২৭ জুন তিনদিন ব্যাপী কক্সবাজারস্থ হোটেল মিশুকে এ প্রশিক্ষণ কর্মশালায় সিসিডিবির ইয়েস প্রকল্পের ফোকাল ইমরান কিবরিয়া, প্রোগ্রাম অফিসার হিসেবে ছিলেন, মো: ইউনুছ, ট্রেনিং অফিসার আয়ুব আলী, মোশারফ হোসাইন, প্রকল্প সমন্বয়কারী শেখ মাসুদুল হাসান। ফিল্ড অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন- হাসিবুল হাসান, মর্জিনা আক্তার, কায়সার হামিদ, নিশাদ ফারজানা। কর্মশালায় কক্সবাজার সদর, রামু উপজেলা ও নবগঠিত ঈদগাঁও উপজেলা থেকে ত্রিশজন প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

এতে ঈদগাঁও থেকে সাংবাদিক এম আবু হেনা সাগর, ঈদগাঁও ঐক্য পরিবার কার্যনিবাহী সদস্য নিপা, সদস্য মাহবুবুল আলম, রামু থেকে সাংবাদিক সোয়েব সাঈদ ও সদর থেকে সাংবাদিক জাহাঙ্গীর আলম শামস, ডিসি ক্যামব্রিয়ানের শিক্ষক জামিলা আক্তারসহ অনেকে।

সিসিডিবির ইয়েস প্রজেক্ট প্রকল্পের এই প্রশিক্ষনে দ্বন্ধ, টেনশন, উত্তেজনাসহ সামাজিক নানা প্রেক্ষাপট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের ১ম দিন সকলকে ব্যাগ, কলম, প্যাড, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন ও শেষের দিন সার্টিফিকেট প্রদান করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/