সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / কক্সবাজারে ৫ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

কক্সবাজারে ৫ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পদার্পণে লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনের শক্তিশালী হাতিয়ার হচ্ছে শিক্ষা। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সরকার ২০২১ সালে নতুন জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করেছে। যার বাস্তবায়ন হচ্ছে চলতি শিক্ষাবর্ষ থেকে। প্রাথমিকভাবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম প্রয়োগ করা হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষক দের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন জানান, গবেষণা ও কারিগরি অনুশীলনের ফলাফলের উপর ভিত্তি করে নতুন বিশ্ব পরিস্থিতিতে টিকে থাকার মতো যোগ্য প্রজন্ম গড়ে তুলতে যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রমে উন্নয়ন করা হয়েছে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন বলেন, প্রাত্যহিক জীবনযাত্রায় সংযোজিত হচ্ছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। সে চ্যালেঞ্জের মোকাবেলায় টেকসইসহ কার্যকর সমাধানে আমাদের জনমিতিক সুফলকে সম্পদে রূপান্তর করতে হবে।

প্রশিক্ষকরা জানান, নতুন শিক্ষাদান পদ্ধতি মানবিক, বৈশ্বিক এবং দেশপ্রেমিক সুনাগরিক গড়ে তুলবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সংবেদনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রসারিত হবে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও ইতিবাচক দৃষ্টি ভঙ্গিসম্পন্ন দূরদর্শিতা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/