সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/01/F.Court-Reverence.-4.-40.-156.-169.-172.-193.-211.-434.-618-9-Lawyer-3.jpg?resize=540%2C432&ssl=1প্রেস বিজ্ঞপ্তি :

মরহুম জহিরুল ইসলাম এডভোকেট, প্রয়াত দিলীপ কুমার আচার্য্য এডভোকেট, প্রয়াত সৌরীন্দ্র নাথ মজুমদার এডভোকেট, প্রয়াত বিভূতি ভূষন শর্মা এডভোকেট, মরহুম মোহাম্মদ আবুল হোছাইন এডভোকেট, মরহুম মোহাম্মদ রফিকুল ইসলাম এডভোকেট, মরহুম ছালামত উল্লাহ রানা এডভোকেট, মরহুম জহির আহমদ এডভোকেট ও মরহুম আবদুল ওয়াহেদ এডভোকেট এর মৃত্যুতে নির্ধারিত ‘ফুলকোর্ট রেভারেন্স’ মাননীয় জেলা জজ মহোদয় জনাব মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে অদ্য ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় আরম্ভ হয়।

ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ নেজামুল হক, পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট মৃণাল কান্তি চক্রবর্তী। প্রয়াত এডভোকেটগণের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/01/F.Court-Reverence.-4.-40.-156.-169.-172.-193.-211.-434.-618-9-Lawyer-1.jpg?resize=540%2C319&ssl=1জেলা জজ মহোদয় সমাপনী বক্তব্য প্রদানে এডভোকেটগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন এবং মৃত্যুবরণকারী বিজ্ঞ সদস্যগণের স্মরণে গভীর শ্রদ্ধা ও তাঁদের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ নেজামূল হক। উক্ত ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ।

অতঃপর জেলা ও দায়রা জজ বাহাদুর এর এজলাস কক্ষ হতে ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন এর সভাপতিত্বে সকাল ১১ টার সময় মরহুম জহিরুল ইসলাম এডভোকেট, প্রয়াত দিলীপ কুমার আচার্য্য এডভোকেট, প্রয়াত সৌরীন্দ্র নাথ মজুমদার এডভোকেট, প্রয়াত বিভূতি ভূষন শর্মা এডভোকেট, মরহুম মোহাম্মদ আবুল হোছাইন এডভোকেট, মরহুম মোহাম্মদ রফিকুল ইসলাম এডভোকেট, মরহুম ছালামত উল্লাহ রানা এডভোকেট, মরহুম জহির আহমদ এডভোকেট ও মরহুম আবদুল ওয়াহেদ এডভোকেট এর স্মরণে শোকসভা আরম্ভ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/01/F.Court-Reverence.-4.-40.-156.-169.-172.-193.-211.-434.-618-9-Lawyer-4.jpg?resize=540%2C349&ssl=1উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন যথাক্রমে এডভোকেট এম.এ. ইনসাফুর রহমান, এডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান, এডভোকেট মোহাম্মদ আহসান উল্লাহ, এডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম বুলু, এডভোকেট মোহাম্মদ আবদুর রউফ, এডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম টিপু, এডভোকেট ইমাম হোসেন, এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, এডভোকেট এ.টি.এম শেফাউল হক, এডভোকেট সৈয়দ মো: রেজাউর রহমান, এডভোকেট মোহাম্মদ সুলতানুল আলম, এডভোকেট মৃণাল কান্তি চক্রবর্তী, এডভোকেট ফরিদুল আলম (পিপি), এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, এডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার, এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী প্রমুখ। প্রয়াত এডভোকেট দিলীপ কুমার আচার্য্যর মেয়ে স্নিগ্ধা আচার্য্য, এডভোকেট বিভুতি ভুষণ শর্মা’র মেয়ে ডাঃ তন্ত্রী পূজন শর্মা, মরহুম এডভোকেট ছালামত উল্লাহ রানার পুত্র নাদিম জাওয়াদ আকিল, এডভোকেট মোহাম্মদ আবুল হোছাইন এর পুত্র আবু ইউসুপ সাজিদ শোক সভায় বক্তব্য রাখেন।

সভা শেষে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ৯ (নয়) জন সদস্যের এর মৃত্যুতে আত্মার শান্তি ও সদগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাত পরিচালনা করেন এডভোকেট নেজামূল হক।

উল্লেখ্য যে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে দীর্ঘকাল সভা সমাবেশ স্থগিত থাকায় ৯ (নয়) জন প্রয়াত আইনজীবীর ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা একত্রে অনুষ্ঠিত হলো।

এডভোকেট বিভূতি ভূষন শর্মা ২৬ ফেব্রুয়ারি’২০২০ইং বুধবার রাত সাড়ে ১১টায় ফুসফুসে ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। পরদিন ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এডভোকেট আবদুল ওয়াহেদ ১২ মার্চ’২০২০ইং বৃহস্পতিবার, ভোর ৫টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৩৮ বৎসর বয়সে নিজ বাসায় ইন্তেকাল করেন। একই দিন বাদ আছর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে বইল্যাপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এডভোকেট জহিরুল ইসলাম বিগত ১৮ মে’২০২০ সোমবার তিনি চট্টগ্রামস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। পরদিন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে জানাজা শেষে বইল্যা পাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এডভোকেট মোহাম্মদ আবুল হোছাইন ফুঁসফুসে সংক্রমণ জনিত কারণে বিগত ২৫ মে’২০২০ইং রাত ১.৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। একই দিন বেলা ১১ টায় মরহুমের গ্রামের বাড়ী বারবাকিয়ার ফাঁসিয়াখালীর কুতুবপাড়ায় তাঁর নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এডভোকেট ছালামত উল্লাহ ২২জুন’২০২০ইং সোমবার রাত ৯.২০ ঘটিকার সময় কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন ২৩ জুন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার, ফকিরাঘোনায় ফজরের নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এডভোকেট জহির আহমদ ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ থাকাবস্থায় ১৮ জুলাই’২০২০ইং শনিবার, সন্ধ্যা ৭.২০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে আসার পথে ইন্তেকাল করেন। পরদিন ১৯ জুলাই (রবিবার) দুপুর ২ টায় তুমব্রু ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম ১২ নভেম্বর’২০২০ইং বৃহস্পতিবার, রাত ৩টায় চকরিয়া জমজম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। একই দিন বাদ আছর চকরিয়া দক্ষিণ সুরাজপুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এডভোকেট দিলীপ কুমার আচার্য্য গত ৬ জানুয়ারি’২০২১ইং রাত ১.১০ মিনিটে ঢাকাস্থ তাঁর মেয়ের বাড়ীতে পরলোকগমন করেছেন। একইদিন বিকেল ৪ টায় তাঁর গ্রামের বাড়ী চকরিয়া উপজেলার উত্তর বরইতলীর কেন্দ্রীয় শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় এবং এডভোকেট সৌরীন্দ্র নাথ মজুমদার ১৭ জানুয়ারি’২০২১ইং রাত ১টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে পরলোকগমন করেন। একই দিন দুপুর ১২ টায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/