সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার পৌর এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু

কক্সবাজার পৌর এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু

দীপক শর্মা দীপু; কক্সভিউ :
কক্সবাজার পৌর এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। ১ ডিসেম্বর প্রথমদিনে ১নং ওয়ার্ডের পুরুষদের তুলে দেয়া হয় স্মার্টকার্ড। কার্ড পেয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করে।
কক্সবাজার মডেল হাই স্কুলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহিদুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

১ ডিসেম্বর কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড দিয়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়ে তা শেষ হবে ২৯ ডিসেম্বর। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে, পৌরসভার ১ নং ওয়ার্ড ১-২ ডিসেম্বর। ২ নং ওয়ার্ড ৩-৪ ডিসেম্বর। ৩ নং ওয়ার্ড ৫-৬ ডিস্বের। ৪ নং ওয়ার্ড ৭ ও ৯ ডিসেম্বর। ৫ নং ওয়ার্ড ১০-১১ ডিসেম্বর। ৬ নং ওয়ার্ড ১২-১৩ ডিসেম্বর। ৭ নং ওয়ার্ড ১৪ ও ১৭ ডিসেম্বর। ৮ নং ওয়ার্ড ১৮-১৯ ডিসেম্বর। ৯ নং ওয়ার্ড ২০-২১ ডিসেম্বর। ১০ নং ওয়ার্ড ২৩-২৪ ডিসেম্বর। ১১ নং ওয়ার্ড ২৬-২৭ ডিসেম্বর। ১২ নং ওয়ার্ড ২৮-২৯ ডিসেম্বর স্মার্টকার্ড বিতরণ করা হবে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা জানান, কক্সবাজার পৌরসভার সহ পর্যায়ক্রমে কক্সবাজার সদরের প্রায় দুই লাখ ৬০ হাজার ভোটার স্মার্টকার্ড পাবে। ২০১৫ সালের আগে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তারাই মূলতঃ ‘স্মার্ট কার্ড’-এর আওতায় পড়েছে। তবে এই স্মার্টকার্ড নেওয়ার সময় নাগরিকদের পুরনো কার্ড জমা দেওয়ার পাশাপাশি ১০ আঙ্গুলের ছাপ ও চোখের মণির ছবি নেয়া হচ্ছে।

নির্বাচন অফিস সুত্রে আরো জানা গেছে, স্মার্টকার্ড নেওয়ার সময় ভোটারদের নতুন করে কোনও ছবি তুলতে হবে না। নির্বাচন কমিশনে প্রত্যেক ভোটারের যে ছবি ও অন্যান্য তথ্য সংরক্ষিত রয়েছে, তারই ভিত্তিতে তৈরি হচ্ছে স্মার্ট কার্ড। প্রত্যেক ভোটারকে স্মার্ট কার্ড নেওয়ার সময় তাদের কাছে থাকা কার্ডটি জমা দিতে হবে।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/