সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / “কক্স এক্সপ্রেস” নামে অ্যাপস তৈরী করেছেন ঈদগাঁওর আমির

“কক্স এক্সপ্রেস” নামে অ্যাপস তৈরী করেছেন ঈদগাঁওর আমির

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক তরুণ “কক্স এক্সপ্রেস” নামে নতুন অ্যাপস তৈরী করে চমক সৃষ্টি করলো।

অ্যাপটিতে মিলবে জরুরি সকল তথ্যের সেবা। হাতের মুঠোয় পর্যটন শহর কক্সবাজারের সকল সরকারি-বেসরকারি সেবা এনে দিতে “কক্স এক্সপ্রেস” নামে মোবাইল অ্যাপটি তৈরি করলেন তিনি।

আমির হোসাইন ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ গজালিয়ার সন্তান। সে ওয়েব/অ্যাপস ডেভলপিংয়ের পাশাপাশি একজন সংবাদকর্মী।

নতুন অ্যাপটির নির্মাতা আমির হোসাইন বলেন, অ্যাপটিতে এখন প্রায় ৩০টি ক্যাটাগরিতে কক্সবাজার জেলার সকল অনলাইন সেবা সং যুক্ত করা হয়। তবে কাজ চলমান রয়েছে।”কক্স এক্সপ্রেস” অ্যাপে মিলবে জেলার সকল জরুরি সেবা।

তিনি আরো জানান, দিনবদলের সনদ বাস্তবায়নে তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে অ্যাপের মাধ্যমে কক্সবাজার তথ্য-সমৃদ্ধ এলাকা হিসেবে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। কেউ চাইলে তাৎক্ষণিক জরুরি অনলাইন সেবা নিতে পারেন এ অ্যাপসের মাধ্যমে।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অথবা ক্লিক করতে পারেন এখানে: https://play.google.com/store/apps/details?id=com.coxs.online

এছাড়াও অনলাইন কেনাকাটা, বোর্ডের রেজাল্ট বের করা জন্মনিবন্ধনের জন্য আবেদন, জন্মনিবন্ধন ভুল সংশোধন, নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন, পাসপোর্টের জন্য আবেদন থেকে শুরু করে সমস্ত সেবা এ অ্যাপে। প্রতিনিয়ত এই অ্যাপটির আপডেট করা হবে বলেও জানান তিনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/