সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড-19 (করোনা ভাইরাস) সংক্রান্ত / কঠোর লকডাউনেও ঈদগাঁওর প্রায় দোকানপাঠ খোলা : চলছে তিন চাকার যানও

কঠোর লকডাউনেও ঈদগাঁওর প্রায় দোকানপাঠ খোলা : চলছে তিন চাকার যানও

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/07/Lockdown-Sagar-6-7-21.jpg?resize=620%2C465&ssl=1

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

সারাদেশ ব্যাপী সরকার ঘোষিত লকডাউনের মাঝেও সদরের ঈদগাঁও বাজারে প্রায় দোকান পাঠ খোলা রয়েছে।

কক্সবাজার সদর উপজেলার বাজার ঘুরে দেখা যায়, কঠোর লকডাউনে প্রায় সবধরনের দোকান খোলা রেখেছে ব্যবসায়ীরা। পণ্যবাহী যান, নিত্যপণ্য খাদ্যসামগ্রী, ফার্মেসী খোলা রাখার কথা বিধি নিষেধে উল্লেখ থাকলে ও ঈদগাঁও বাজারে মোবাইল, টাইলস, হার্ডওয়ার, ক্রোকারিজ, লাইব্রেরী দোকান খোলা রয়েছে। কিছু কাপড় দোকান বাহির থেকে বন্ধ রেখে ভেতরে ব্যবসা করে যাচ্ছে। কিছু কিছু দোকান অর্ধেক খোলা রেখেছে।

দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও ছোট ছোট সব গাড়ী চলাচল করছে। লোকজনের সংখ্যাও কম নয়। ঈদগাঁও বাজার, স্টেশনসহ চৌফলদন্ডী সড়কেই বিজিবি ও পুলিশ টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপরেও তোয়াক্কা করছেনা। কঠোর লকডাউনে যেন চোর-পুলিশ খেলা চলছে। যতক্ষন আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকে, ততক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থাকে ব্যবসায়ীরা। যখন চলে যায়, পরক্ষণেই আবারো দোকানপাঠ খুলে বসে পড়ে। বাজার ও স্টেশন পয়েন্টেই তিন চাকার টমটম-সিএনজির দৌরাত্ম যেন থামছেনা কোনভাবে। বিধি-নিষেধ মান্য করছেনা অনেকেই।

সরকার কর্তৃক ঘোষিত লকডাউন অমান্যকারী দের বিরুদ্বে তদন্ত পূর্বক বিহীন ব্যবস্থার দাবীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী বিশেষ প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

এক দোকান কর্মচারী জানান, প্রায় দোকানপাঠ অর্ধেক খোলা রেখেছে। তিন চাকার গাড়ীও চলাচল করছে।

সচেতন ব্যক্তি তাওহীদ জানান, যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সে হারে লোকজনের মাঝে নেই সচেতনতা। কঠোর বিধি নিষেধ মান্য করে সবাইকে নিরাপদে থাকার আহবান। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/