সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কুতুবদিয়ায় মা-মনি প্রি-ক্যাডেট স্কুলের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

কুতুবদিয়ায় মা-মনি প্রি-ক্যাডেট স্কুলের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

Rasel 17-11-2015নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :

১৭ নভেম্বর বিকাল ২টায় কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে অবস্থিত মা-মনি প্রি-ক্যাডেট স্কুলের ২০১৫ সালের পিএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক এম কাউছার হোছাইন রিপনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির উদ্দিন আহম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া কলেজের অধ্যাপক দেলোয়ার হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ইংরেজী প্রভাষক মোয়াজ্জেম হোসেন আজিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক আবুল কালাম আযাদ, আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার সুপার মৌলনা জহিরুল ইসলাম,কুতুব আউলিয়া দাখিল মাদ্রসার ইংরেজী শিক্ষক মোঃ জকরিয়া, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক মোঃ কাসেম।

বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারী মৌলনা ফজলুল করিম, আলী আকবর ডেইল ইউনিয়ন বন কর্মকর্তা আবুল হোসেন, সাংবাদিক মোঃ রাসেল খাঁন (জয়), বাংলাদেশ বিমান কর্মকর্তা মোঃ সাঈদ, অতিথি শিক্ষক সালমান উদ্দিন রাসেল, অভিভাবক সিরাজুল হক, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ৪র্থ শ্রেণীর ছাত্র মারুফ হায়াত, মানপত্র পাঠ করেন, ৪র্থ শ্রেণীর ছাত্রী জন্নাতুল নাঈম শিখা, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ রিফাত হোসেন, মানপত্র পাঠ করেন শাহিন মোস্তফা সাথী। বিদায়ী সংগীত পরিবেশন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষা, শিখা, শরিফ, ঐশী।

এ সময় উপস্থিত ছিলেন, ইপসা ম্যানেজার মোঃ শাহাজাহান, মানব সম্পদ উন্নয়ন সংস্থার কুতুবদিয়া শাখার সমন্বয়ক হুসনে মোবারক, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রজ্জাক, সাবেক বন কর্মকর্তা বজল আহম্মদ, সাবেক মেম্বার সাঁচি মিয়া, প্রবাসী কায়মুল হকসহ শিক্ষক, ছাত্র-ছাত্র, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, কুতুবদিয়ার সর্ব দক্ষিণে তাবলরচর এলাকার মত অজ পাড়া গ্রামে মা-মনি প্রি-ক্যাডেট স্কুল যে শিক্ষার আলোক বর্তিকা জ্বালাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। এ এলাকা বর্ষাকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সব কিছু থেমে যায় থামেনা মা-মনি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষা কার্যক্রম। অত্যন্ত কষ্ট করে শিক্ষকরা পাঠদান করে থাকেন শুধু মাত্র এ এলাকার শিক্ষার্থীদের জন্য। পরিশেষে মা-মনি প্রি-ক্যাডেট স্কুলের সফলতা কামনা করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/