সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / কুয়েত প্রবেশে বাংলাদেশিদেরও নিষেধাজ্ঞা

কুয়েত প্রবেশে বাংলাদেশিদেরও নিষেধাজ্ঞা

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2020/08/Kuwait.jpg?resize=540%2C334&ssl=1

করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকায় বাংলাদেশসহ পাঁচটি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে আবারো দুশ্চিন্তায় পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা।

করোনায় টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশ। আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানোর আগ পর্যন্ত কেউ সরাসরি কুয়েতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে আকামার মেয়াদ শেষ হওয়ার কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা দেশটিতে ফিরতে না পারায় চরম দুশ্চিন্তায় পড়েছেন।

কুয়েতে বসবাসরত প্রবাসীরা বলেন, বাংলাদেশে আটকে পড়া আমাদের ভাইয়েরা আশা করে বসেছিল তারা বিমান খুললে আবার কুয়েতে ফিরবে। তবে এই ঘোষণা আসায় তারা আবার চরম হতাশার মধ্যে পরে গেছে। দেশেসহ কুয়েতে আমরা সবাই অনেক সমস্যার মধ্যে আছি। আশা করছি দ্রুত চালু হবে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে কুয়েতে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট প্ল্যাটফর্মে দুই ডোজ করোনা টিকা প্রদানের সনদ, প্রবেশের ৭২ ঘণ্টা আগে পিসিআর সনদসহ বিস্তারিত তথ্য প্রদান করে অনুমোদন দিলে তবেই দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন যাত্রীরা।

অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে করোনা রোধ সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই কুয়েতে করোনা নিয়ন্ত্রণে স্থানীয় নাগরিকসহ প্রবাসীদের টিকাদান কর্মসূচি চলছে পুরোদমে।

 

 

সূত্র: somoynews.tv/news – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/