সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / খ্রীষ্টান হাসপাতালে কর্মচারী ফুটবল লীগ শুরু

খ্রীষ্টান হাসপাতালে কর্মচারী ফুটবল লীগ শুরু

ক্রীড়া উন্নয়নে শেখ হাসিনা সরকারের পদক্ষেপ যুগান্তকারী – মুজিবুর রহমান চেয়ারম্যান

বার্তা পরিবেশক :

ঐতিহ্যবাহী মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতাল ক্লাব আয়োজিত আন্তঃ কর্মচারী ফুটবল লীগ মাঠে গড়িয়েছে। উদ্বোধনী ম্যাচে জায়ন্টে কিলার আরামবাগ ২-১ গোলে শিরোপা প্রত্যাশী আবাহনীকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে। ২ নভেম্বর বিকেলে দর্শক পরিপূর্ণ হাসপাতাল মাঠে উৎসর মুখর আবহ সুষ্টি হয়। এতে ম্যাচের প্রথমর্ধেই ডিফেন্ডার বেলালের আত্মঘাতি ও মেজবাহর দৃষ্টিনন্দন গোলের উপর ভর করে আরামবাগ ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শেষ দিকে বদলী অভিজ্ঞ লালনোয়াম আবাহনীর হয়ে ব্যবধান কমানো গোলটি করেন।

এদিকে ম্যাচ শুরুর পূর্বে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হাসপাতালের সহ প্রশাসক ও এমসিএইচসি’র সভাপতি যোসেফ অমূল্য রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন- ক্রীড়া বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের ক্রীড়ার উন্নয়ন ও বিকাশে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে অচিরেই কক্সবাজার শুধু পর্যটন জেলা নয়, ক্রীড়া নগরীতে পরিনত হবে।

তিনি সুস্থ ও সবল জীবন-যাপন করতে নিয়মিত ক্রীড়া চর্চার উপর গুরুত্বারোপ করেন। পাঁচটি দুলের অংশগ্রহণের এই ফুটবল লীগের উদ্বোধক ছিলেন হাসপাতালেল প্রশাসক হেরল্ড এবের্সল। কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি সাংবাদিক এম.আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সদস্য অধ্যাপক সুলতান আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন জিয়া, বদরুল হুদা মিল্কী, ডিএফএ সভাপতি ফজলুল করিম সাঈদী, হাসপাতাল ক্লাবের উপদেষ্টা বব আর্চিবল্ড, ডুলাহাজারার চেয়ারম্যান নুরুল আমিন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক।

বক্তব্য রাখেন- শিক্ষাবিদ রুনেন্দু বিকাশে দে, আওয়ামী লীগ নেতা মোকতার আহমদ চৌধুরী, আতিক উদ্দিন চৌধুরী, সাইফুল এহেছান চৌধুরী, খলিল উল্লাহ চৌধুরী, তৌহিদুল ইসলাম তোহা, আবু ছালাম, বাহাদুর আলম, শওকত আলী। ক্লাবের সহ-সভাপতি তুহিন সরকার, সম্পাদক সুমন নাথ, কোষাধ্যক্ষ বরুন দাশ, ক্রীড়া সম্পাদক বিজয় দাশ, রিগার্ড ত্রিপুরা, সাংস্কৃতিক সম্পাদক জামাল হোসাইন প্রমূখ।

এরপর অতিথিবৃন্দ দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং রংবেরংয়ের বেলুন উড়িয়ে ফুটবল লীগের অনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/