সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ২৫ বছরের রজত জয়ন্তী উৎসব পালিত

গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ২৫ বছরের রজত জয়ন্তী উৎসব পালিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের গোমাতলী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। ১৬ মার্চ সকাল দশটায় গোমাতলী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক আবদু জলিলের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- জাতি সত্ত্বার কবি, পোকখালীর কৃতি সন্তান মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, আওয়ামীলীগের সভাপতি মোজাহের আহমদ, শিক্ষক আহমদ কবির, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা।

বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে সাহাব উদ্দিন, দিদারুল ইসলাম ও সুজন।

সকাল ৯টায় রজতজয়ন্তী উপলক্ষে বণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। উৎসবে প্রায় ছয় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এ উৎসবের ম্যাগাজিনের মোড়ক উম্মোচন, পুরনো শিক্ষার্থীদের এক সাথে নতুন রূপে আড্ডা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম তার শিক্ষার্থীদের সঠিক শিক্ষাটাই দিচ্ছে : এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম https://coxview.com/quantum-cosmo-school-and-college-rafiq-19-05-2024-1/

কোয়ান্টাম তার শিক্ষার্থীদের সঠিক শিক্ষাটাই দিচ্ছে :এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম

মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান : ১৯ মে বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/