Home / প্রচ্ছদ / ক্রীড়া / গোল্ডেন বুট হ্যারি কেনের

গোল্ডেন বুট হ্যারি কেনের


সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিদায় নিতে হয়েছে। বেলজিয়ামের বিপক্ষে হেরে তৃতীয় স্থানটাও খোয়াতে হয়েছে, ইংল্যান্ডকে ফিরতে হয়েছে একেবারে খালি হাতে। তবে হাত শূন্য যায়নি ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের।

বিশ্বকাপের সবোর্চ্চ গোলদাতার পুরস্কার-গোল্ডেন বুট জিতেছেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬টি গোল করেছেন তিনি। ১৯৮৬ সালের পর এই প্রথম কোন ইংলিশ ফুটবলার গোল্ডেন বুট জিতলেন। এর আগে গ্যারি লিনেকার জিতেছিলেন এই পুরস্কার।

হ্যারি কেনের ৬টি গোলের ৪টিই এসেছে পেনাল্টি থেকে।

গোল্ডেন বুটের দৌড়ে তার তার পিছনে ছিলেন রোমেল লুকাকু, ডেনিশ চেরিশেভ, অ্যান্টনিও গ্রিজম্যান ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের প্রত্যেকের গোল ৪টি করে।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ সদস্যের ঈদগাঁও উপজেলা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/