Home / প্রচ্ছদ / ক্রীড়া / গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় ঈদগাহ হাইস্কুল – কেজি স্কুলের মধ্যকার ফুটবল টুর্নামেন্টে গোল শূন্য ড্র

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় ঈদগাহ হাইস্কুল – কেজি স্কুলের মধ্যকার ফুটবল টুর্নামেন্টে গোল শূন্য ড্র

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

৪৭ তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে। ৪ সেপ্টেম্বর ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুপুরে বালক এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় বনাম ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের মধ্যকার ফুটবল খেলাটি গোলশূন্য ড্র করেছে। তবে দু দলই চমৎকার খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে।

গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে ঈদগাঁও বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে হাজারো শিক্ষার্থীদের করতালির মধ্য দিয়ে টান টান উত্তেজনা মুখর এ ফুটবল খেলা সম্পন্ন হয়েছে। খেলা শেষ পর্যন্ত দু শিক্ষা প্রতিষ্টানের খেলোয়াড় বৃন্দরা ফুটবল মাঠে প্রাণপণ লড়াই করেও গোল করতে পারেনি একে অপরকে। তবে খেলা হয়েছে সমানে সমান।

এদিকে খেলা পরিচালনা করেন- নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্বনামধন্য ফুটবলার ছৈয়দ করিম। ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক একেএম আলমগীর, শিক্ষক সিরাজুল ইসলাম, সুলতান আহমদ, এসএম তারেক, নুরুল ইসলাম, আবদুল মজিদ খাঁন, নুরুল আমিন হেলালী, আহমদ কবির, আনিছুর রহমান, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, তৃণমূলের ছাত্রনেতা জাওয়ান উদ্দিন রায়হান, আবদুল আজিজ, রেজাউল করিম রিমন, শাহিন পারভেজ আবির, মোহাম্মদ সাইমুমসহ অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ লোকজন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ সদস্যের ঈদগাঁও উপজেলা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/