সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জীব ও প্রকৃতি / চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিরল প্রজাতির অজগর অবমুক্ত

চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিরল প্রজাতির অজগর অবমুক্ত


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর অভয়ারণ্য থেকে পাওয়া বিরল প্রজাতীর কালো রংয়ের একটি অজগর সাপ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে সাফারি পার্কের কর্মকর্তা-কর্মচারীরা অজগরটিকে অজগর বেস্টনিতে অবমুক্ত করেন।

চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, শুক্রবার বিকেলে ফাঁসিয়াখালীর অভয়ারণ্যে একটি অজগর সাপ দেখতে পায় বন পাহারাদাররা। বিষয়টি ফাঁসিয়াখালীর বিট কর্মকর্তা মাজহারুল ইসলামকে জানানো হয়। পরে তিনি ও বন কর্মচারীরা অজগর সাপটিকে উদ্ধার করে। অজগর সাপটিকে পার্কের অজগর বেস্টনিতে অবমুক্ত করা হয়েছে।

ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অভয়ারণ্যে পাওয়া কালো রংয়ের অজগরটি লম্বায় ১২ ফিট। এর ওজন ২৫ কেজি। এই ধরনের কালো অজগর খুব বিরল।

এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, ফাঁসিয়াখালী বিটের কর্মকর্তা মাজহারুল ইসলামসহ পার্কের কর্মকর্তা-কর্মচারীরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তুমব্রু সীমান্তে চোরাই পথে আনা ২৭টি মহিষ জব্দ করেছে বিজিবি

কামাল শিশির; রামু : পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/