সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়-বরণ অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়-বরণ অনুষ্ঠান সম্পন্ন

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর বরণ অনুষ্ঠান হয়েছে। রবিবার ২২ অক্টোবর রাত ৮টায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ এ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

 

বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম ও নবাগত ইউএনও মো.নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

সদ্য বিদায়ী চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম পদোন্নতী পেয়ে এডিসি (রাজস্ব) হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলী হন এবং নবাগত ইউএনও নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এসিল্যান্ড থেকে পদোন্নতী পেয়ে চকরিয়ায় যোগদান করেছেন।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, সাবেক সহকারি কমিশনার বর্তমান বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.দিদারুল আলম, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি খন্দকার ইফতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, জেলা পরিষদের সদস্য অধ্যাপক সোলতান আহমদ, জেলা পরিষদের সদস্য আলহাজ আবু তৈয়ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা.ফেরদৌসী আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আরা বেগম, সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুরশিদুল আলম চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী রনী সাহা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা কৃষকলীগের সভাপতি চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা এনজিও ফোরামের সভাপতি মোহাম্মদ নোমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সকল শিক্ষা প্রতিষ্টানে প্রধান, এনজিও সংস্থার কর্মকর্তা, আলেম-ওলামা, ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্নস্তরের সুধীজন উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/