সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন ফার্মেসী থেকে ৭০ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।

সোমবার দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত চকরিয়া পৌরশহরের বিভিন্ন ফার্মেসীতে এ অভিযান চালানো হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, ওষুধের ফ্রিজে গরুর মাংস রাখাসহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বিভিন্ন ফার্মেসীকে ৭০ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/