সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় বন্যহাতির মৃত্যু

চকরিয়ায় বন্যহাতির মৃত্যু

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় এক বন্যহাতি মারা গেছে। কক্সবাজারের উত্তর বনবিভাগের চকরিয়ার ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বিটের অধিন ঘোনারপাড়া এলাকা থেকে মৃত অবস্থায় হাতিটিকে উদ্ধার করে বনকর্মীরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

ফাঁসিয়াখালীর বিট কর্মকর্তা এস.এম এনামুল হক হাতি মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে বনবিভাগের কর্মীরা টহল দিতে বের হলে ফাঁসিয়াখালীর ঘোনারপাড়া এলাকায় একটা মৃত বন্যহাতি দেখতে পায়। পরে আমাদের খবর দিলে সাফারি পার্কের ভেটেরেনারি সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমানসহ ঘটনাস্থলে যাই।

হাতির ময়নাতদন্তকারী কর্মকর্তা ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরেনারি সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমানের বরাত দিয়ে বিট কর্মকর্তা এনামুল হক বলেন, হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছরের উর্ধ্বে হবে। কি কারণে মারা গেলে ময়নাতদন্ত রিপোর্ট ফেলে বুঝা যাবে। তবে হাতির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে মঙ্গলবার ভোর রাতের দিকে হাতিটি মারা যেতে পারে।

তিনি আরো বলেন, ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটি চাপা দিয়ে পুতে ফেলা হয়েছে।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/