সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

চকরিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

দেশের হাজারো কোটি ডলার সৌদিআরবসহ মধ্যপাচ্যে পাচার করেছে খালেদা জিয়ার পরিবার

মুুকুল কান্তি দাশ; চকরিয়া :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের হাজার হাজার কোটি ডলার সৌদিআরবসহ মধ্যপাচ্যে পাচার করেছে খালেদা জিয়ার পরিবার। সৌদি আরবে খালেদা জিয়ার পরিবারের নামে মার্কেটসহ নানা স্থাপনা রয়েছে। এটি আমাদের কথা নয়, বিদেশী পত্রপিত্রকার কথা। পাচার করা এই টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে। বছরের প্রথম দিন ছাত্রদের হাতে বই তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীর ইতিহাসে তা নজিরবিহীন ঘটনা।

বুধবার বেলা সাড়ে ৩টায় কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নে মরহুম মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মরহুম মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম বাঙ্গালী।

সাবেক ছাত্রনেতা হায়দার আলীর সঞ্চালনায় পরিচালিত সমাবেশে বক্তব্য রাখেন- মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন জয়নাল, আওয়ামীলীগ নেতা রুস্তম শাহারিয়ার, এম.আর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত বাঙ্গালী, আমরা মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্ত সৈকত, কাকারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, পেকুয়া ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন বাহাদুর, কাকারা ইউনিয়ন যুবলীগের সভাপতি অহিদুর রহমান অহিদসহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল চেয়ারম্যান, চকরিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোজাম্মেল হক আরো বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্য সেবা গ্রামীণ জনপদের মানুষদের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য কমিউনিটি ক্লিনিক চালু করেন। কিন্তু ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাসহ নানা ক্ষেত্রে অসহায়দের বিভিন্নভাবে ভাতা প্রদান করছে। আগামীতে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা পাশাপাশি বিভিন্ন দিবসে বোনাস প্রদান করা হবে।

শেখ হাসিনার সরকার দেশে সুশাসন কায়েম করেছে। বিশ্বে ১৯২টি দেশের মধ্যে উন্নয়ন মডেল দেশ হিসেবে যে তিনটি দেশ তালিকাভুক্ত হয়েছে তন্মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই এদেশকে বিশ্বের উন্নয়নশীল দেশের কাতারে নিতে হলে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতে দেশের হাল তুলে দেয়ার আহবান জানান তিনি।

পরে তিনি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজ উদ্ধোধন করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/