সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালনে নানা আয়োজন

চকরিয়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালনে নানা আয়োজন

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

শিবকল্পতরু ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষ্যে কক্সবাজারের চকরিয়ায় ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। চকরিয়া পৌরসভার হিন্দুপাড়ার স্বর্গীয় সাধন শুক্লা দাশের বাড়িস্থ শ্রী শ্রী লোকনাথ ধামে এ উপলক্ষ্যে মহতী ধর্মসভা, গীতাপাঠ ও মহানামযজ্ঞের আয়োজন করেছে। শুক্রবার ও শনিবার এ অনুষ্টান অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আজ ২ জুন শুক্রবার বিকালে মহতী ধর্মসভা ও সন্ধ্যায় মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্টিত হবে। শুভ অধিবাস কীর্তন করবেন শ্রী অচ্যুতানন্দ সম্প্রদায়, মহেশখালী। ৩ জুন শনিবার ঊষালগ্নে নামকীর্তন করবেন শ্রী অচ্যুাতানন্দ সম্প্রদায় এবং সকাল ৮ টায় গীতাপাঠ করবেন চট্টগ্রামের বাঁশখালীর গীতাপাঠক জুয়েল আচার্য্য, নিরোধন দে, চকরিয়ার অধ্যাপক কৃষ্ণ কান্তি দে।

এদিন, শ্রী লোকনাথ ব্রক্ষচারীর তিরোধান উপলক্ষে পুজা, রাজভোগ এবং যজ্ঞ করবেন চকরিয়ার আশিষ চক্রবর্তী ও চট্টগ্রামের গাছবাড়িয়ার নিলয় চক্রবর্তী। দুপুরে অনুষ্টানে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

এতে সকল ভক্তদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন শ্রী শ্রী লোকনাথ ধামের সেবায়াত নেপাল শুক্লা দাশ ও কালু শুক্লা দাশ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/