সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চট্টগ্রাম বিভাগের (স্বাস্থ্য) সহকারী পরিচালক হলেন ঈদগাঁও সন্তান ডা: কামরুল

চট্টগ্রাম বিভাগের (স্বাস্থ্য) সহকারী পরিচালক হলেন ঈদগাঁও সন্তান ডা: কামরুল

https://coxview.com/?attachment_id=64102

ডাক্তার কামরুল আজাদ।

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

চট্টগ্রাম বিভাগের (স্বাস্থ্য) সহকারী পরিচালক প্রশাসন পদে দায়িত্ব পেলেন ঈদগাঁওর কৃতি সন্তান ডাক্তার কামরুল আজাদ।

তিনি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার মৃত আবদুল হাকিমের পূত্র ও বদরখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছৈয়দনুর হেলালী ও খিজারী হাই স্কুলের সিনিয়র শিক্ষক ছৈয়দুল আলমের ছোট ভাই।

ডা: কামরুল আজাদ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি, কক্স বাজার সরকারী কলেজ থেকে ১৯৯০ সালে এইচএসসি পাশ পরবর্তী রংপুর মেডিকেল কলেজ থেকে ডাক্তারী পাশ করে মানবতার সেবায় বেরিয়ে পড়েন। এরপর থেকে তিনি দক্ষতা ও সততার সাথে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে এলাকার সুনাম ধরে রেখে চট্টগ্রাম বিভাগের (স্বাস্থ্য) সহকারী পরিচালক প্রসাশন হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ ব্যাপারে চিকিৎসকের সাথে কথা হলে তিনি উপরোক্ত সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

David Filo ( Birth Day ); ২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে; https://coxview.com/david-filo-birth-day/

২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে

ডেভিড রবার্ট ফিলো ইয়াহু’র অন্যতম প্রতিষ্ঠাতা। ফেব্রুয়ারী 1994 সালে, তিনি জেরি ইয়াং এর সাথে সহ-তৈরি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/