সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / চীনে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬৫, আহত ১৫০

চীনে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬৫, আহত ১৫০

অনলাইন ডেস্ক :
চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে সোমবার (৫ সেপ্টেম্বর) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

ভূমিকম্পের একদিন পর এখনও অন্তত ১৬ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সোমবার সিচুয়ান প্রদেশের লুডিং কাউন্টির একটি পাহাড়ী এলাকায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। তিব্বতীয় মালভূমির প্রান্তে অবস্থিত এলাকাটি ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের মিলনস্থলের উপরে অবস্থিত। তাই সেখানে নিয়মিত ভূমিকম্পে আঘাত হানে। ভূমিকম্পে চেংডুর প্রাদেশিক রাজধানী পর্যন্ত বিশাল এলাকা কেঁপে উঠে।

তিব্বতের স্বায়ত্তশাসিত ঐতিহাসিক শহর মক্সি ভূমিকম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন। শরটিতে অন্তত ৩৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

সিনহুয়া নিউজ জানিয়েছে, ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি থেকে ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার হয়েছে। ভূমিকম্পের ফলে প্রায় ১৫০ জন বিভিন্নভাবে আহত হয়েছে।

উল্লেখ্য যে, সিচুয়ানে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ২০০৮ সালের মে মাসে। ওয়েনচুয়ান কেন্দ্রিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষের প্রাণহানি হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/