সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / চুনতি সীরাত মাহফিলে জুমার নামাজে মুসল্লীদের ঢল

চুনতি সীরাত মাহফিলে জুমার নামাজে মুসল্লীদের ঢল

এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে :

ঐতিহ্যবাহী চুনতি সীরাত ময়দানে জুমার নামাজে মুসল্লীদের ঢল নেমেছে। নিজেদের অতীত জীবনের তওবা, বরকতময় জিন্দেগীসহ মুসলিম উম্মাহকে হেফাজত করার প্রার্থনা মহান আল্লাহর দরবারে।

১৪ অক্টোবর (জুমাবার) চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীতে অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিলের সপ্তম দিন অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধলক্ষাধিক মুসল্লী এক সাথে জুমার নামাজ আদায় করেন। শেষে মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

জুমার নামাজের পূর্বে ঐতিহাসিক সীরাত ময়দান মুসল্লীদের ভরপুর হয়ে উঠে। প্যান্ডেল ছাড়িয়ে খোলা আকাশের নিচে জড়ো হতে থাকে মুসল্লিরা। স্থানীয়সহ বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ তৌহিদী জনতা মাহ্ফিলে উপস্থিত হয়ে জুমার নামাজে সমবেত হন। দৈনিক উপস্থিত অসংখ্য মুসল্লিদের জন্য তাবাররুকের ব্যবস্থা থাকেন। মাহফিলকে ঘিরে আশপাশের দোকান পাঠে সরগরম হয়ে উঠে।

চট্টগ্রামের সর্বদক্ষিণের উপজেলা লোহাগাড়ায় চুনতি শাহ সাহেব কেবলা মরহুম হাফেজ আহমদ (রহঃ) কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিনব্যপী সীরাতুন্নবী (সঃ) মাহফিল ৮ অক্টোবর শুরু হয়েছে। ২৬ অক্টোবর দিবাগত রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

মাহফিল মতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাতের সাথে কথা হলে তিনি জানান, এবারের বাজেট ৩ কোটি থেকে ৬ কোটি টাকা হতে পারে। দৈনিক ২০ থেকে ৩০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা থাকেন মাহফিলে। এলাকার মানুষজন খাবারের রান্নাবান্না করে থাকেন। দৈনিক ৫ শতাধিক সেচ্ছাসেবক বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় মহিলা মাদ্রাসার প্রভাষক মমতাজ উদ্দিন আহমদ মুহসিন জানান, ২০০৫ সাল থেকে সীরাতুন্ননবী মাহফিল দেখে আসছি। এটি ইসলামের প্রচার প্রসারে বিশাল ভূমিকা রাখছে। এলাকার মানুষ বিভিন্ন বিষয়ে শিক্ষা নিতে পারছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/