সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চৌফলদন্ডীতে স্কুল শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন

চৌফলদন্ডীতে স্কুল শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে টমটমের ধাক্কায় স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে ৬ নভেম্বর দুপুরের দিকে খোনকারখীল এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ পেশাজীবী লোকজন ও এলাকাবাসী অংশ নেন।

এতে বক্তব্য রাখেন খোনকারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, ছলিমা আদর্শ নূরানী মাদ্রাসার শিক্ষক বেলাল উদ্দীন, সচেতন ব্যক্তি গিয়াস উদ্দীন, হেলাল উদ্দীন, শিক্ষার্থী মোর্শেদ, এনামুল হক।

বক্তারা বলেন, অদক্ষ ড্রাইভার ও ফিটনেস বিহীন টমটম চালানোর দায়ে বারবার দূর্ঘটনা সংঘটিত হচ্ছে। সম্প্রতি একই স্থানে ভয়াবহ ৩টি দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তিনশিশু প্রাণ হারায়। অথচ সব দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীরা টমটম চালককে দায়ী করেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা ৮ দফা দাবী ঘোষণা করেন। দাবী গুলোর মধ্য- টমটম চালকের বয়স কমপক্ষে ১৮ হতে হবে, কোন কোন জায়গায় যাত্রী উঠানামা করবে তার সঠিক নিয়ম-নীতি থাকতে হবে, চলন্ত অবস্থায় ড্রাইভার মোবাইল ও হেডফোন ব্যবহার করতে পারবে না, প্রতিটি গাড়ীতে পূর্ণাঙ্গ লাইট থাকতে হবে, বেপরোয়া গাড়ী চলাচলসহ টেকে ওভারটেক করতে পারবে না, কোন গাড়ীতে থাকলে মসজিদ-মাদ্রাসা ও স্কুলের সামনে সাউন্ড বক্সে গান বাজানো নিষিদ্ধ করতে হবে, দুর্ঘটনা খবর অবহিত হওয়ার পরপরই দ্রুত মালিক পক্ষকে ঘটনাস্থলে আসতে হবে, প্রশিক্ষণ ছাড়া কোন ড্রাইভারকে গাড়ী চালানোর অনুমতি না দেওয়া। উপরোক্ত দাবীগুলো মালিক পক্ষ মেনে না নিলে সম্মিলিতভাবে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ ও করেন মানববন্ধনে বক্তারা।

উল্লেখ্য, ১ নভেম্বর সন্ধ্যার দিকে খোনকারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ঈদগড়ের করলিয়ামুরার ছুরত আলমের পুত্র তামিম টমটমের ধাক্কায় নিহত হয়।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/