সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / জাতিসংঘ মহাসচিব আরো ৯শ’ শান্তিরক্ষী চেয়েছেন মধ্য আফ্রিকায়

জাতিসংঘ মহাসচিব আরো ৯শ’ শান্তিরক্ষী চেয়েছেন মধ্য আফ্রিকায়

মঙ্গলবার নিরাপত্তা পরিষদে তুলে ধরা এক রিপোর্টে গুতেরেস বলেন, এরইমধ্যে মধ্য আফ্রিকার জাতিগত সহিংসতা প্রতিরোধে মিনুসকা মিশনে ১২ হাজার শান্তি রক্ষী কাজ করছে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে তারা হিমশিম খাচ্ছে। ফলে আরো সেনা প্রয়োজন। জাতিগত নিধনের বিষয়ে সতর্ক করে নিরাপত্তা পরিষদের কাছে শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকায় আরো ৯শ’ শান্তিরক্ষী চেয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি আরো বলেন, ২০১৬ সালের পর পরিস্থিতির অবনতি হয়েছে। দেশটিতে সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গা বেড়েছে।

মহাসচিব চলতি মাসের শেষ দিকে মধ্য আফ্রিকা সফরে যাবেন।

উল্লেখ্য, আফ্রিকার সহিংসতাকবলিত দেশ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। এখানে মানবাধিকার লঙ্ঘন নিত্যকার ঘটনা। খুন, ধর্ষণ, লুটপাট, অপহরণের মহোৎসব চলে প্রতিদিন। ২০১৪ সালেও  মানবিক পরিবেশ ফিরিয়ে আনতে সে দেশে ১২ শ’ শান্তিরক্ষী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলো জাতিসংঘ।  জাতিগত ও গোষ্ঠীগত সংঘাত, সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত  হাজার মানুষ মারা গেছেন।এবার দেশটিতে  জাতিগত নিধনের বিষয়ে সতর্ক করে দেশটিতে ৯শ’ শান্তিরক্ষী চেয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/