সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়ায় ফুটবলে স্বাগতিক জাহানারা গার্লস স্কুল উত্তর জোন চ্যাম্পিয়ন, কাবাডিতে ঈদগাহ কেজি

জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়ায় ফুটবলে স্বাগতিক জাহানারা গার্লস স্কুল উত্তর জোন চ্যাম্পিয়ন, কাবাডিতে ঈদগাহ কেজি

sppic১৬ আগস্ট শান্তিপূর্ণভাবে ৪৪-তম জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কক্সবাজার সদর উত্তর জোনের বালিকা ফুটবল ও বালক কাবাডি খেলা সম্পন্ন হয়েছে ঈদগাহ জাহানারা গার্লস স্কুল মাঠে। এতে বালিকা ফুটবলে স্বাগতিক দল ঈদগাহ জাহানারা গার্লস হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে বালক কাবাডিতে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন চ্যাম্পিয়ন হয়েছে।

জানা যায়, বালিকা ফুটবলে ১ম সেমি ফাইনাল খেলা শুরু হয় সকাল ১০টায়। এ সময় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় বনাম ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্টিত খেলায় ২-১ গোলে জাহানারা বালিকা জয়ী হয়। ২য় সেমি ফাইনাল খেলায় অংশগ্রহন করে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়। এ খেলায় ১-০ গোলে শিক্ষা নিকেতন জয়ী হয়। ফাইনাল খেলা শুরু হয় দুপুর ২টায়। এ খেলায় ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। মাঠে ঠাসা দর্শকে পরিপূর্ণ উক্ত ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে খেলা নিস্পত্তি হয়। এতে ঈদগাহ জাহানারা গার্লস স্কুল ২-৪ গোলে জয়ী হয়ে উত্তর জোনের বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এর পূর্বে বালক কাবাডি খেলায় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে খেলে চ্যাম্পিয়ন হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর জোনের আহবায়ক ঈদগাহ জাহানারা গার্লস স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সেলিম আকবর, জেলা পোলট্রি মালিক সমিতির সভাপতি আবু তৈয়ব চৌধুরী, ঈদগাহ সাংস্কৃতিক একাডেমীর প্রধান পরিচালক সেলিম রেজা, বিশিষ্ট সমাজ সেবক সেলিম উল্লাহ হেলালী, গার্লস স্কুল পরিচালনা কমিটির সদস্য লিয়াকত নুর চৌধুরী, ফরিদুল আলম, বোরহান উদ্দিন মাহমুদ, এরফানুল হক মিটন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক শেখ আবু শামা, ঈদগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের শিক্ষক আবদুল হামিদ, ঈদগাহ সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সেক্রেটারী আবু বক্কর ছিদ্দিক বান্ডি। ছাত্রলীগ নেতা আবু হেনা বিশাদ, সাংবাদিক আবু হেনা সাগর ও সাংবাদিক শাহিদ মোস্তফা শাহেদ। খেলা পরিচালনা করেন ক্রীড়াবিদ মিজানুর রহমান।

খেলায় পরিচালনা কমিটির সদস্য আবদুল মজিদ খান, নুরুল আমিন হেলালী, আহমদ কবির, আবদুস সালাম, ছৈয়দ করিম, আবদুল্লাহ ও আশেক ইলাহী ও স্বাগতিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ সকলেই উপথিত ছিলেন।

– খবর বিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/