সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জালালাবাদে জনশুমারী ও গৃহগণনা উপলক্ষে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

জালালাবাদে জনশুমারী ও গৃহগণনা উপলক্ষে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/06/আদমশুমারী-Sahar-9-6-22-2.jpg?resize=620%2C426&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের নবঘোষিত উপজেলা জালালাবাদে জনশুমারীও গৃহগণনা উপলক্ষে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

৯ জুন সকাল ৯টা থেকে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে কর্মশালার প্রথম দিনে সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ প্রদান করেন জোনাল অফিস উপ-সহকারী কৃষি অফিসার জিকু দাশ এবং আইটি সুপারভাইজার মহিউদ্দিন।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/06/আদমশুমারী-Sahar-9-6-22-1.jpg?resize=620%2C350&ssl=1

এতে অংশ নেন- জালালাবাদ ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক সাহেদ কামাল, ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর, যুবনেতা শামসুল আলম, রায়হান উদ্দিন রাহানে, ছাত্রনেতা কাজী আবদুল্লাহ, রত্নাগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আবু বক্করসহ নানা শ্রেনী পেশার যুব ও তরুন সমাজ।

এ প্রশিক্ষণে জালালাবাদ ইউনিয়ন থেকে ৬৫ জন জনশুমারী কাজে নিয়োজিত নরনারী অংশ নেন বলে আইটি সুপারভাইজার জানান। এই প্রশিক্ষণের শুরুতে গণনাকারীদের মাঝে ট্যাব, টি-শার্ট, পরিচিতি কার্ড, ছাতা, ব্যাগ, স্টিকার ও লিফলেট প্রদান করা হয়েছে।

প্রশিক্ষক জিকু দাশ উপস্থিত সকলকে নির্ভুল ও নিভের্জাল তথ্য সংগ্রহ করার প্রতি উদাত্ত আহবান জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাথে পোকখালী যুব উন্নয়ন সংগঠনের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার অনন্য সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/