সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জালালাবাদে ১৯ দফা বাস্তবায়নের মাধ্যমে “আধুনিক গ্রাম” হিসেবে চাই সচেতন যুবক সাহেদ কামাল

জালালাবাদে ১৯ দফা বাস্তবায়নের মাধ্যমে “আধুনিক গ্রাম” হিসেবে চাই সচেতন যুবক সাহেদ কামাল

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা জালালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রায় দু’ হাজার লোকজনের বসবাস । বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছেন। ডিজিটাল বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া চারদিকে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে, আমি (সাহেদ কামাল)র ওয়ার্ডে পরিবর্তন, পরিবর্ধন ও সংস্কারে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি কোন নির্বাচিত জনপ্রতিনিধি নয়। তবে বিশ্বাস করি, একটি গ্রাম ও সমাজকে পরিবর্তন করতে জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন পড়েনা। সচেতন নাগরিক হিসেবে মানুষের সেবা ও আত্মসামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখা সম্ভব। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম, আমার ওয়ার্ডকে পরিবর্তন করব। দেশের উন্নয়নের ছোঁয়া আমার গ্রামেও দৃশ্যমান হবে। অত্র ওয়ার্ডের সচেতন নাগরিক, বিশেষ করে তরুণদের হাত ধরে এই পরিবর্তন যজ্ঞে  নামতে চাই। তবে একার পক্ষে কোন কাজই বাস্তবায়ন করা সম্ভব নয়। তরুণ ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাই আমার ওয়ার্ডকে “আধুনিক গ্রাম” হিসেবে কক্সবাজার জেলাসহ দেশব্যাপী তুলে ধরতে চাই।

জানা যায়, আমি আমার ওয়ার্ডের ছোট্ট পরিসরে হলেও শুক্কুর দোকানকে, শুক্কুরের বাজার প্রতিষ্ঠায় নিজেকে সম্পৃক্ত রেখেছি এবং অত্র বাজারে উন্নয়নে কাজ করে যাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় শুধু বাজার নয়, পুরো ওয়ার্ডকে উন্নয়নে বা পরিবর্তনে অংশীদার হওয়া যায়। তবে তার জন্য দরকার সৎ সাহস এবং সুস্থ মানসিকতা। তবে আগাম কিছু ভবিষ্যৎ

পরিকল্পনা নিয়ে অত্র ওয়ার্ড়কে নব আঙ্গিকে সাজাতে চাই। তৎমধ্যে……..

  • রাত্রে নির্ভীক চলাফেরায় প্রতিটি পয়েন্টে সোলার লাইটের ব্যবস্থা।
  • ওয়ার্ডের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সমাজ ভিত্তিক নৈশ প্রহরীর ব্যবস্থা গ্রহন।
  • শিক্ষার হার বৃদ্ধিতে সরকারি প্রাইমারী ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্টা ও সংস্কার।
  • কোরআন শিক্ষায় হেফজখানাকে উন্নত পরিবেশের ব্যবস্থা।
  • শুক্কুর বাজারকে পরিকল্পিত ও পরিচ্ছন্ন বাজার হিসেবে প্রতিষ্ঠা।
  • আমার ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে দৈনিক ময়লা পরিষ্কার রাখার ব্যবস্থা।
  • প্রতিটি গ্রামে আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থাকরণ।
  • মসজিদের অবকাঠামোগত উন্নয়নসহ মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষায় হুজুরকে উন্নত পরিবেশ ও আর্থিক সহায়তা প্রদান।
  • শুক্কুর বাজার বা গ্রামের মধ্যবর্তী স্থানে পাবলিক টয়লেটের ব্যবস্থা।
  • শিক্ষার্থীদের অবসর সময়ে গ্রন্থাগার ও সাইবার ক্যাফের ব্যবস্থা।
  • গ্রামের যেকোন সমস্যা, ঝগড়া- বিবাদ, অপ্রীতিকর ঘটনা সমাধানে বাইরে বা প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এলাকায় সচেতন মহলদের সাথে নিয়ে সমাধান করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
  • ইউনিয়ন পরিষদ কতৃক ভাতাসহ, ভিজিএফ কার্ডের দুস্থ মানুষদের কে বন্টনের ব্যবস্থা।
  • ইয়াবা সেবনকারী, মদখোর, গাঁজাখোর সহ সকল অপরাধ কর্মকান্ডে শক্ত অবস্থান বৃদ্ধি করা।
  • ইয়াবা বিক্রেতা, যোগানদাতা, সহযোগী, ব্যবসায়ী, অধিক সুদে মাসিক টাকা লাগানো সহ যাবতীয় অপরাধ কর্মকান্ডে দৃঢ় অবস্থান।
  • অত্র গ্রামের গুণীজনদের নিয়ে স্মৃতি পলকে নাম প্রতিস্থাপন সহ জনগণের মৃত্যু তারিখ,নাম সহ লিপিবদ্ধ করণ। যাতে করে ভবিষ্যত প্রজন্ম তাদের স্মরণ রাখতে সক্ষম হবে।
  • গ্রামের মেহনতি মানুষদের অবসরে বিনোদনের নিমিত্তে টেলিভিশনের ব্যবস্থাকরণ।
  • ওয়ার্ডের অসহায়, পথশিশু, এতিম ও গরীব মানুষদের পূর্ণবাসন সহ উন্নত জীবনযাপনে সমাজের উঁচু শ্রেণী মানুষ কতৃক জীবিকা নির্বাহ করার ব্যবস্থা।
  • গ্রামের অসহায় মানুষদের প্রাথমিক চিকিৎসা সেবা পেতে গ্রামীণ কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাকরণ।
  • ওয়ার্ডের যাতায়ত ব্যবস্থা, রাস্তা, কালভার্ট, মসজিদ পুকুরের সিঁড়ি সহ বিনির্মাণে কতৃপক্ষের নিকট অাবেদন ব্যবস্থাকরণ।

উপরোক্ত পরিকল্পনা গুলো বাস্তবায়নে গ্রামের সচেতন নাগরিক, তরুণ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় অত্র ওয়ার্ডকে আধুনিক, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। সকল ভেদাভেদ ভূলে, হাতে হাত ধরে, আসুন আমরা একত্রিত হয়ে এলাকার উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখি। দেশের সচেতন নাগরিক হিসেবে প্রতিটি গ্রাম এবং ওয়ার্ড থেকে কার্যক্রম যদি বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ! দেশের উন্নয়নের চিত্র আরো পাল্টে যাবে। সরকারের একারপক্ষে দেশের উন্নয়ন করা কঠিন হয়ে পড়ে। সবার সম্মিলিত প্রয়াসে, যার যার স্থান থেকে সহযোগীতা ও সহায়তা প্রদানে, দেশ হবে আরো সমৃদ্ধিশালী এবং বঙ্গবন্ধু’র সোনার বাংলাদেশ।

সবার সহযোগীতা, পরামর্শ এবং ভালবাসা একান্ত কাম্য।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/