সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জেলার পর্যটন স্পটগুলোতে ঈদ আনন্দ উদযাপনের প্রস্তুতি

জেলার পর্যটন স্পটগুলোতে ঈদ আনন্দ উদযাপনের প্রস্তুতি

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/07/Ture-Kamal-8-7-22-1.jpg?resize=540%2C540&ssl=1

কামাল শিশির; রামু :

ঈদুল আজহায় প্রায় সপ্তাহখানেকের ছুটিতে ঈদ আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে মানুষ ও পর্যটন স্পর্টগুলো।

ঈদের ছুটির সময়টা পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভ্রমণের পরিকল্পনা করছেন অনেকেই দেশের সবচেয়ে বড় পর্যটনকেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতসহ রামুর হিমছড়ি, সেনানিবাস, নারিকেল বাগান, স্বপ্নতরী পার্ক, ঈদগড়ের নীলাদ্রি লেক, ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কসহ আরো বিভিন্ন স্পটে।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/07/FB_IMG_1657108036693-1.jpg?resize=540%2C720&ssl=1

আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের ছুটিতে পর্যটকদের চাপ অনেক বাড়তে পারে এমনটা আশা প্রকাশ করছেন কক্সবাজার ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সদস্য ও দিগন্ত ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক ইয়ার মুহাম্মদ।

অতিথি বরণে নানা আঙ্গিকে সাজানো হচ্ছে স্পট গুলো। সবকিছুতেই লেগেছে উৎসবের ছোঁয়া। পর্যটন স্পটে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রসাশন।

হোটেল-মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিয়াদ ইফতেখার বলেন, পর্যটকেরা আমাদের লক্ষ্মী। আন্তরিক সেবা নিশ্চিতের মধ্য দিয়ে কক্সবাজারের প্রতি পর্যটকদের আকৃষ্ট করার তাগিদ আমরা সবসময়ই অনুভব করি। এবারও ব্যতিক্রম হবে না।

এছাড়া দরিয়ানগর, ইনানী, মহেশখালীর পর্যটন স্পটগুলো সাজানো হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, ভ্রমণপিপাসুদের বিচরণ নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একাধিক টিম টহলে থাকবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/